অ্যাপশহর

‘বিশ্বরেকর্ড’ ভেঙেও রুপো জিতলেন গগন নারং

বিশ্বরেকর্ড ভেঙেও সোনা জেতা হল না গগন নারংয়ের। মাত্র ০.১ পয়েন্টে পিছিয়ে শেষ পর্যন্ত রুপো জিতলেন তিনি।

EiSamay.Com 14 May 2017, 5:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বরেকর্ড ভেঙেও সোনা জেতা হল না গগন নারংয়ের। মাত্র ০.১ পয়েন্টে পিছিয়ে শেষ পর্যন্ত রুপো জিতলেন তিনি। সোনা জিতলেন সুইডেনের কার্ল ওলসন। শনিবার হ্যানোভারে একটি আন্তর্জাতিক শ্যুটিং প্রতিযোগিতায় ২ বার বিশ্বরেকর্ড তৈরি হলেও তা রেকর্ড বইয়ে স্থান পেল না!
EiSamay.Com gagan narang shoots better than world record settles for silver
‘বিশ্বরেকর্ড’ ভেঙেও রুপো জিতলেন গগন নারং


৫০ মিটার রাইফেলে ২৪ রাউন্ডের শেষের গগনের স্কোর ছিল ২৫০। ওলসনের স্কোর ছিল ২৫০.১। ২২তম রাউন্ডেও প্রথম স্থান ধরে রেখেছিলেন গগন। তাঁর পয়েন্ট ছিল ২২৯.৯ এবং এলসনের ২২৯.৮। ২৩তম শটে ৯.৯ স্কোর করেন নারং। সেখানেই তাঁকে পরাস্ত করেন এলসন। ১০.৩ স্কোর করে এগিয়ে যান তিনি। ২৪তম শটে ১০.২ স্কোর করেও প্রথম স্থান পাননি গগন। ওলসন ১০ পয়েন্ট স্কোর করে প্রথম স্থানে শেষ করেন।

দুর্ভাগ্যের বিষয় এই প্রতিযোগিতা আন্তর্জাতিক শ্যুটিং নিয়ামক সংস্থা ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশন-এর (ISSF) তালিকাভুক্ত না হওয়ায় এটা বিশ্বরেকর্ড হিসাবে গন্য হবে না। তবে জাতীয় রেকর্ড হিসাবে এই গগনের স্কোর ইতিমধ্যেই রেকর্ড হয়ে গিয়েছে।

রুপোর পদক তিনি সদ্যোপ্রয়াত ত্রীড়া মনোবিদ ভীষ্মরাজ বাম-কে উত্সতর্গ করেন। গত শুক্রবার হার্ট অ্যাটকে নাসিকে মৃত্যু হয় তাঁর। গগন ছাড়াও বহু জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের শ্যুটারদের মেন্টর হিসাবে কাজ করেছেন তিনি। গগন বলেন, ‘এই পদক বাম স্যরকে উত্সশর্গ করছি। বহু জুনিয়র এবং সিনিয়র শ্যুটার তাঁকে মেন্টর হিসাবে পেয়ে দারুণ ফল করেছেন। তাঁর মৃত্যু সংবাদে খুবই বিষন্ন বোধ করছি। তিনি আমার কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

ইংরেজিতে পড়তে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল