অ্যাপশহর

ভারতের প্রথম ফর্মুলা-ই লিগ আয়োজন হায়দরাবাদে

তেলেঙ্গানা সরকার ইংরাজি অক্ষর T আকৃতির ট্র্যাক তৈরি করেছে। ২.৩ কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটি তৈরি হয়েছে হুসেনসাগরের সচিবালয়ের কাছে। এই রেসে বৈদ্যুতিন গাড়ির ফর্মুলা রেস হবে।

EiSamay.Com 19 Jan 2022, 12:07 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মোটো স্পোর্টসে নতুন দিগন্ত খুলে দিতে চলেছে নিজামের শহর হায়দরাবাদ। ভারতের প্রথম শহর হিসেবে বৈদ্যুতিন গাড়ির ফর্মুলা-ই আয়োজন করতে চলেছে দক্ষিণের এই শহর। এই লিগ আয়োজন করতে ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে হায়দরাবাদ। ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি অটোমোবাইল বা FIA আয়োজিত ফর্মুলা-ই হল এক আসন বিশিষ্ট মোটরস্পোর্টস চ্যাম্পিয়নশিপ।
EiSamay.Com EbjAcXHXYAEKLc4
হায়দরাবাদে আয়োজিত হতে চলেছে এই নয়া টুর্নামেন্ট, ছবি সৌজন্য - Twitter


ঐতিহাসিক শহর হায়দরাবাদের সঙ্গে লিগ আয়োজনের তালিকায় আছে মোনাকো, প্যারিস, বার্লিন, লন্ডন, নিউইয়র্ক, সিওল, টোকিয়ো ও রোম। সবকিছু ঠিকঠাক চললে ই-প্রিক্সের আসন্ন নবম মরশুমের দায়িত্ব পেতে চলেছে হায়দরাবাদ। ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত চলবে এই লিগ। এই লিগের অষ্টম মরশুম শুরু হবে আগামী মাসে। সৌদি আরবের দিরিয়াতে আয়োজন হবে। পাঁচ দেশের ১২টিরও বেশি দেশে ঘুরবে এই লিগ। তালিকায় আছে মেক্সিকো সিটি, রোম, বার্লিং, নিউইয়র্ক, লন্ডন, মোনাকো, কেপ টাউন ও ভ্যাঙ্কুভার আর শেষ হবে সিওলে।

তেলেঙ্গানা সরকার ইংরাজি অক্ষর T আকৃতির ট্র্যাক তৈরি করেছে। ২.৩ কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটি তৈরি হয়েছে হুসেনসাগরের সচিবালয়ের কাছে। এই রেসে বৈদ্যুতিন গাড়ির ফর্মুলা রেস হবে। শহরের রাস্তাতেই হবে। তেলগু টাল্লি ফ্লাইওভারের নিচ দিয়ে যাবে গাড়িগুলো। ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতি উঠবে।

ফর্মুলা-ই'র একটি দল যেখানে রয়েছেন সহ প্রতিষ্ঠাতা ও মুখ্য চ্যাম্পিয়নশিপ অফিসার অ্যালবার্তো লঙ্গো ও ট্র্যাক এবং ওভারলে ডিরেক্টর এগুস জোমানো দুদিনের সফর সেরে গেছে হায়দরাবাদে। সূত্রের খবর, তেলেঙ্গানা সরকারের আয়োজন দেখে প্রতিনিধি দল খুশি। তাদের পক্ষ থেকে একটি চিঠি লেখা হয়েছে হায়দরাবাদ ই-প্রিক্স প্রোমোটার গ্রিনকো গ্রুপ ও তেলেঙ্গানা সরকারকে।

তেলেঙ্গানার তথ্য প্রযুক্তি মন্ত্রী কেটি রামা রাওয়ের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়। মোটর স্পোর্টসের জন্য হায়দরাবাদ সবথেকে প্রগতিশীল শহর। তাই ভারতের মধ্যে এই শহরকেই বাছলেন আয়োজকরা। ফর্মুলা ই-তে আনুমানিক ৫০০ মিলিয়ন দর্শক দেখেছিলেন। ২০১৪ সালে এই লিগের যাত্রা শুরু হয়।

এই প্রসঙ্গে তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে সুজাই কারামপুরি বলেন, ‘আমরা ক্যালেন্ডারে আছি, আমরা বিশ্বের শহরের সঙ্গে পাল্লা দিচ্ছি। হায়দরাবাদের ব্র্যান্ড ও দাম বাড়াচ্ছি। এটা খুব বড় সুযোগ। এর মাধ্যমে আন্তর্জাতিক মোটোরস্পোর্টস উৎসাহীরা এগিয়ে আসবে। এতে শহরের পর্যটন উপকৃত হবে। যার আরও অনেক সেক্টর উপকৃত হবে।’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল