অ্যাপশহর

ডি.লিট পেলেন দীপা কর্মকার

দীপাই হলেন প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট, যিনি অলিম্পিকে সুযোগ পেয়েছেন।

EiSamay.Com 12 Nov 2017, 12:47 am
এই সময় ডিজিটাল ডেস্ক: রিও অলিম্পিকে একটুর জন্য হাতছাড়া হয়েছে পদক। তবুও কঠিন প্রদুনোভা ভল্টে প্রথমবারেই ভারতের তারকা জিমন্যাস্টের তকমা পেয়ে গিয়েছেন তিনি। এহেন দীপা কর্মকারকে ডি.লিট দিল NIT (ন্যাশনাল ইন্সস্টিটিউট অফ টেকনোলজি), আগরতলা।
EiSamay.Com dipa karmakar conferred a d litt degree by the nit agartala
ডি.লিট পেলেন দীপা কর্মকার


শনিবার দীপা কর্মকারকে ডি লিট সম্মান দেওয়া হয় NIT আগরতলার কনভোকেশনে।

২৪ বছরের দীপাই হলেন প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট, যিনি অলিম্পিকে সুযোগ পেয়েছেন। ফাইনালে চতুর্থ স্থান পান। একটুর জন্য় পদক হাতছাড়া হয়। দেশের গর্ব দীপা এখন এশিয়ান গেমস ও কমনওয়েল্থ গেমস-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।

# India's star gymnast Dipa Karmakar, who narrowly missed out on a bronze medal in the women's
vault event at the Rio Olympics last year, was on Saturday conferred a D.Litt. degree by the
National Institute of Technology (NIT), Agartala.

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল