অ্যাপশহর

হেরেছিলেন মাইকেল জ্যাকসনের কাছে, ফের পেশাদার কুস্তিতে ফিরছেন CM PUNK

একসময় WWE বেশ জনপ্রিয় ছিলেন পাঙ্ক। তারপর রিং থেকে সরে যান। দীর্ঘ ৭ বছর রিং থেকে বিচ্ছিন্ন থাকার পর শুক্রবার রাতে নিজের শহর শিকাগোতে ‘‌র‌্যাম্পেজ’‌ নামে এক টেলিভিশন শো–তে হাজির হন পাঙ্ক।

Lipi 21 Aug 2021, 4:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সিএম পাঙ্ককে চেনেন কি?‌ যার আসল নাম ফিল ব্রুকস। WWE নিয়ে যারা খোঁজখবর রাখেন, তাঁদের কাছে নামটা একেবারেই অপরিচিত নয়। একসময় রিং দাপিয়ে বেড়াতেন। দীর্ঘদিন পর আবার পেশাদার কুস্তিতে ফিরছেন ফিল ব্রুকস। তবে ব্রুকস নাম নিয়ে নয়, হাজির হবেন সেই সিএম পাঙ্ক নামেই।
EiSamay.Com CM Punk
আবারও পেশাদার কুস্তিতে ফিরছেন সিএম পাঙ্ক, ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম


একসময় WWE বেশ জনপ্রিয় ছিলেন পাঙ্ক। তারপর রিং থেকে সরে যান। দীর্ঘ ৭ বছর রিং থেকে বিচ্ছিন্ন থাকার পর শুক্রবার রাতে নিজের শহর শিকাগোতে ‘‌র‌্যাম্পেজ’‌ নামে এক টেলিভিশন শো–তে হাজির হন পাঙ্ক। তিনি সদ্য ‘‌অল এলিট রেসলিং’‌–এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ‘‌র‌্যাম্পেজ’‌ নামে ওই টেলিভিশন শো–র প্রোমোশনে সেই চুক্তির কথা ঘোষণা করা হয়েছে।

৫ সেপ্টেম্বর শিকাগোতে অল এলিট রেসলিং–এর ‘‌অল আউট’‌ ইভেন্টে প্রথম ম্যাচে ডার্বি অ্যালিনের বিরুদ্ধে লড়াই করবেন পাঙ্ক। যদিও অল এলিট রেসলিং–এর পক্ষ থেকে পাঙ্কের এই টেলিভিশন শো–র প্রোমোশনে আসার কথা জানানো হয়নি। তবে বিভিন্ন অনুষ্ঠানে তার ইঙ্গিত দেওয়া হয়েছিল। ২০১৯ সাল থেকে অল এলিট রেসলিংয়ের পক্ষ থেকে প্রোমোশন শুরু করা হয়েছিল।

টেলিভিশন শো–তে দেখা গেছে, রিংয়ে প্রবেশ করার সময় পাঙ্ক, কয়েক মিনিটের জন্য উত্তেজিত জনতাকে সম্বোধন করছেন, তারপর অ্যালিনের সাথে ম্যাচের কথা ঘোষণা করেন। পাঙ্ক এটিকে একটি ‘‌আনন্দের মুহূর্ত’‌ বলে উল্লেখ করেছেন।

আরও আগে রিংয়ে ফিরে আসার কথা ছিল পাঙ্কের। দেড় বছর ধরে তিনি এই ব্যাপারে কথা বলেন অল এলিট রেসলিংয়ের প্রতিষ্ঠাতা টনি খানের সঙ্গে। পাঙ্ক বলেন, ‘‌মহামারী না হলে আরও আগে রিংয়ে ফিরে আসতেন।’‌ তবে পাঙ্ক তার চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি যা ইঙ্গিত দিয়েছেন, তাতে এই চুক্তি দীর্ঘমেয়াদি।

পাঙ্ক তিনবারের WWE বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং প্রাক্তন WWE চ্যাম্পিয়ন। ২০১৪ সালে একটা ঘটনার জন্য পাঙ্ক WWE থেকে সরে দাঁড়ান। প্রো রেসলিং ছাড়ার পর পাঙ্ক MMA ক্যারিয়ার শুরু করেছিলেন, মিলওয়াকির রাউফসপোর্টে প্রাক্তন UFC লাইটওয়েট চ্যাম্পিয়ন অ্যান্থনি পেটিস এবং পল ফেল্ডারের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন।

২০১৪ সালের শেষদিকে UFC–তে পাঙ্ক সই করেছিলেম, কিন্তু ২০১৬ সাল পর্যন্ত তাঁর অভিষেক হয়নি। পরে UFC ২০৩–এ মিকি গালের কাছে প্রথম রাউন্ড হেরে যান। দ্বিতীয় লড়াইয়ে, পাঙ্ক ২০১৮–র জুন মাসে UFC ২২৫–তে মাইকেল জ্যাকসনের কাছে পরাজিত হয়েছিলেন। সেই লড়াইটি পরবর্তীতে একটি বাতিল করা হয়েছিল কারণ জ্যাকসন ডোপ টেস্টে ধরা পড়েছিলেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল