অ্যাপশহর

ফেডেরারকে ফের একে দেখছেন ওয়ারিঙ্কা

সম্প্রতি ইন্ডিয়ান ওয়েলসে যাঁকে হারিয়ে রজার ফেডেরার চ্যাম্পিয়ন হয়েছেন, সেই স্তান ওয়ারিঙ্কা মনে করছেন, বিশ্বের এক নম্বর জায়গায় এখনও ফিরতে পারেন ...

EiSamay.Com 23 Mar 2017, 12:28 pm

মায়ামি: সম্প্রতি ইন্ডিয়ান ওয়েলসে যাঁকে হারিয়ে রজার ফেডেরার চ্যাম্পিয়ন হয়েছেন, সেই স্তান ওয়ারিঙ্কা মনে করছেন, বিশ্বের এক নম্বর জায়গায় এখনও ফিরতে পারেন ফেডেক্স৷ স্তানের মতো অনেকে বলছেন, ৩৫ বছর বয়সে ফেডেরার এটা করতে পারলে ইতিহাস হবে৷

ওয়ারিঙ্কার কথায়, 'ও দুর্দান্ত খেলছে৷ যেটা পার্থক্য গড়ে দিচ্ছে, তা হল ও বেস লাইনের কাছে থেকে খেলতে পারছে৷ সেই সঙ্গে কম স্লাইস করে টপ স্পিন করছে, যা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করছে৷ সেই সঙ্গে ওর রিটার্নও অনবদ্য৷' একটু থেমে ওয়ারিঙ্কা জুড়ে দিচ্ছেন, 'সত্যি বলতে ও এক নম্বর জায়গায় যে কোনও সময় পৌঁছতে পারে৷ অনেক দিন পর ও মাস্টার্সের ফাইনালে জিতল৷ তার আগে গ্র্যান্ড স্লামে চ্যাম্পিয়ন হয়েছে৷ ফলে ওর মধ্যে এখনও অনেক টেনিস আছে৷'

সব চেয়ে বেশি বয়সে বিশ্বের এক নম্বর হওয়ার রেকর্ড রয়েছে আন্দ্রে আগাসির৷ তখন আগাসি ছিলেন ৩৩৷ ফেডেক্স যদি সত্যিই নিজের র্যাঙ্কিংয়ে উন্নতি করে এক নম্বরে উঠে আসতে পারেন, তা হলে তিনি আগাসির রেকর্ড ভেঙে দেবেন৷ ওয়ারিঙ্কা মনে করছেন, ফেডেরারের এই ফর্ম সেরার জায়গায় লড়াইটা জমিয়ে দেবে৷ 'রাফা ভালো খেলছে৷ নোভাক এবং অ্যান্ডি ফিট হয়ে ফিরলে লড়াইটা জমে যাবে৷ সমর্থকেরা এই লড়াই উপভোগ করবেন৷ তবে, ফেডেরার যে ভাবে খেলছে, তাতে আমি অবাক হচ্ছি না৷'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল