অ্যাপশহর

নিলামে উঠল দেউলিয়া বুমবুম বেকারের ট্রফি ও স্মারক!

২০১৭ সালেই দেউলিয়া ঘোষণা করা হয়েছিল ৫১ বছরের বরিসকে। বিপুল পরিমাণের সেই ঋণ মেটাতে অবশেষে বিভিন্ন খেলায় জেতা ট্রফি, মেডেল এবং স্মারকের মতো জীবনের অমূল্য সব নিলামে তুলতে হল।

EiSamay.Com 24 Jun 2019, 12:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ৮০-র দশকে টেনিস কোর্টে তাঁর সার্ভিস দেখার জন্যে রুদ্ধশ্বাসে অপেক্ষ করত তামাম দুনিয়া। টেনিসের কিংবদন্তি তারকা তিনি, বরিস বেকার। তিনবার উইম্বলডন জয় তাঁর দখলে। সেই বরিস বেকারকেই অবশেষে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। না, গুজব নয়। এটাই সত্যি।
EiSamay.Com boris becker declared bankrupt, trophies to be auctioned to pay off debts
বুমবুম বেকার


২০১৭ সালেই দেউলিয়া ঘোষণা করা হয়েছিল ৫১ বছরের বরিসকে। বিপুল পরিমাণের সেই ঋণ মেটাতে অবশেষে বিভিন্ন খেলায় জেতা ট্রফি, মেডেল এবং স্মারকের মতো জীবনের অমূল্য সব নিলামে তুলতে হল। আজ থেকে শুরু হল নিলাম। জানা গিয়েছে, বিভিন্ন পুরস্কার ছাড়াও ঘড়ি, ছবি, টুপি নিলামে বিক্র করা হবে।

সোমবার ২৪ জুন থেকে অনলাইনে শুরু হবে বরিস বেকারের প্রায় ৮২টি ট্রফি এবং ব্যক্তিগত স্মারকের নিলাম।নিলামের দায়িত্বে রয়েছে ব্রিটিশ সংস্থা Wyles Hardy। সংস্থার তরফে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে এই নিলাম চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। উইম্বলডনের ইতিহাসে এখনও পর্যন্ত তিনি সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে জেতেন তাঁর প্রথম উইম্বলডন খেতাব।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল