অ্যাপশহর

ভিনেশের পর রোমে সোনা জয় বজরং পুনিয়ার

এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড পুনিয়ার প্রতিপক্ষ ছিলেন আমেরিকার জেইন অ্যালেন রিদারফোর্ড। রীতমতো ঘাম ঝরিয়ে তাঁকে জয় হাসিল করতে হয়। কোয়ার্টার ফাইনালে ছিলেন আর এক আমেরিকান জোসেফ ক্রিস্টোফার। সেমিফাইনালে হারান ইউক্রেনের ভ্যাসিল শুপ্তারকে।

EiSamay.Com 19 Jan 2020, 3:01 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভিনেশ ফোগাটের পর বজরং পুনিয়া। রোমের র‌্যাংকিং সিরিজ ইভেন্ট থেকে ফের ভারতের ঘরে সোনা এল। ফাইনালে জর্ডন অলিভারকে ৪-৩ হারিয়ে সোনা জয় নিশ্চিত করেন ভারতীয় এই কুস্তিগীর। রোম র‌্যাংকিং সিরিজ ইভেন্টে শনিবার ৬৫ কেজি ফ্রি-স্টাইল ক্যাটেগরিতে নেমেছিলেন বজরং পুনিয়া। এর আগে গত শুক্রবারই রোমের এই ইভেন্টে ৫৩ কেজি ক্যাটেগরিতে সোনা জিতেছেন ভিনেশ ফোগাট।
EiSamay.Com jpg (2)


এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড পুনিয়ার প্রতিপক্ষ ছিলেন আমেরিকার জেইন অ্যালেন রিদারফোর্ড। রীতমতো ঘাম ঝরিয়ে তাঁকে জয় হাসিল করতে হয়। কোয়ার্টার ফাইনালে ছিলেন আর এক আমেরিকান জোসেফ ক্রিস্টোফার। সেমিফাইনালে হারান ইউক্রেনের ভ্যাসিল শুপ্তারকে।

বজরং জয় হাসিল করলেও এদিন দিনের শুরুতে ছিটকে যান আরও দুই ভারতীয় কুস্তিগীর জিতেন্দর (৭৪কেজি) ও দীপক পুনিয়া (৮৬ কেজি)। ৬১ কেজি বিভাগে পদকের আশা জিইয়ে রেখেছেন রবিকুমার দহিয়া। দু'টি রাউন্ডেই তিনি জিতেছেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল