অ্যাপশহর

মানুষের পাশে থাকতে রাজনীতিতে যোগ পিঙ্কির

মানুষের পাশে থাকতে রাজনীতিতে নাম লেখালেন পিঙ্কি প্রামাণিক। বৃহস্পতিবার এশিয়াডে সোনার পদকজয়ী এই অ্যাথলিট বিজেপির পতাকা হাতে নেন দিলীপ ঘোষের কাছ ...

EiSamay 11 Sep 2020, 5:27 pm
এই সময়: মানুষের পাশে থাকতে রাজনীতিতে নাম লেখালেন পিঙ্কি প্রামাণিক। বৃহস্পতিবার এশিয়াডে সোনার পদকজয়ী এই অ্যাথলিট বিজেপির পতাকা হাতে নেন দিলীপ ঘোষের কাছ থেকে। এ নিয়ে কোনও লুকোছাপা করেননি।
EiSamay.Com Pinki Pramanik
পিঙ্কি প্রামাণিক


পিঙ্কির সাফ কথা, 'মানুষের পাশে থাকতেই বিজেপিতে যোগদান করেছি। জঙ্গলমহলে কাজ করতে চাই। ওখানে মানুষরা দুঃখ কষ্টে রয়েছেন। যা চোখে দেখা যায় না।' পিঙ্কির আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন এশিয়াডে জোড়া সোনার পদকজয়ী অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার। পিঙ্কির কথায়, 'জ্যোতিদির সঙ্গে কথা হয়েছে। প্রায় রোজই ইকো পার্কে মর্নিং ওয়াকে আসেন।'

অ্যাথলেটিক্সে লম্বা কেরিয়ারে পিঙ্কিকে নিয়ে বিতর্ক কম হয়নি। ধর্ষণের মতো অভিযোগে জেল খাটতে হয়েছে। কোর্টে নির্দোষ প্রমাণিত হওয়ার পর মুক্তি মিলেছে। রাজ্য সরকার প্রতি বছর ক্রীড়াবিদদের সম্মানিত করলেও পিঙ্কিকে কোনওবারই পুরস্কারের জন্য ভাবা হয়নি।

এ নিয়ে পিঙ্কির অবশ্য কোনও ক্ষোভ নেই। তাঁর কথায়, 'আমাকে সম্মান জানায়নি বলে বিজেপিতে যোগ দিয়েছি, তা নয়। আমি কিছু করতে চাই।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল