অ্যাপশহর

Manu Bhaker: এক বছরে ৭ সোনা! জার্মানিতে রেকর্ড ভারত-কন্যা মনুর

কমনওয়েলথ গেমস-এ সোনাজয়ী এই শ্যুটার এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন।

EiSamay.Com 28 Jun 2018, 11:06 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ISSF জুনিয়ার বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন ১৬ বছর বয়সি ভারতীয় শ্যুটার মনু ভাকের। একই বছরে ৭টি সোনার পদক জিতে বিশ্ব রেকর্ড করলেন মনু।
EiSamay.Com মনু ভাকের
মনু ভাকের


কমনওয়েলথ গেমস-এ সোনাজয়ী এই শ্যুটার এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। মনুর সাফল্যের হাত ধরে ভারতের পদক সংখ্যা ১৭ হয়ে গেল। তবে চিনের কাইমান লু কড়া চ্যালেঞ্জ ছোড়েন মনুকে। রুপোজয়ী লু মাত্র ৫.৬ পয়েন্ট পিছিয়ে মনুর থেকে।

চিনের শিউ লি জিতেছেন ব্রোঞ্জ পদক। এ ছাড়া জুনিয়ার মেনস ফাইনালে ২৫ মিটার ইভেন্টে পদক জিতেছেন কনিষ্ঠতম কমনওয়েলথ পদকজয়ী অনীশ ভানওয়ালাও।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল