অ্যাপশহর

থাইল্যান্ডকে হারিয়ে কবাডি বিশ্বকাপের ফাইনালে ভারত

সাতবারের চ্যাম্পিয়ন ভারতের সামনে এককথায় খুড়কুটোর মতোই উড়ে গেল থাইল্যান্ড। নিজেদের আধিপত্য বজায় রেখে ৭৩-২০ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে ২০১৬ কবাডি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারতীয় টিম।

EiSamay.Com 22 Oct 2016, 12:23 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সাতবারের চ্যাম্পিয়ন ভারতের সামনে এককথায় খুড়কুটোর মতোই উড়ে গেল থাইল্যান্ড। নিজেদের আধিপত্য বজায় রেখে ৭৩-২০ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে ২০১৬ কবাডি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারতীয় টিম। শনিবার ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী উঠতি এশীয় শক্তি হিসেবে চিহ্নিত ইরান।
EiSamay.Com 2016 kabaddi world cup india beat thailand to set up final with iran
থাইল্যান্ডকে হারিয়ে কবাডি বিশ্বকাপের ফাইনালে ভারত


এর আগে প্রথম সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে ইরান। লো স্কোরিং ম্যাচে একটা সময় ১১-১৩-য় পিছিয়ে থেকেও দুর্দান্ত ভাবে ফিরে এসে ২৮-২২-এ ম্যাচ জিতে নেয় ইরান।

দ্বিতীয় সেমিফাইনালে আগাগোড়াই নিজেদের আধিপত্য ধরে রেখেছিল ভারতীয় টিম।

উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে অপ্রত্যাশিত হারের পর দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় ভারত। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫৪-২০ ব্যবধানে চূর্ণ করে অস্ট্রেলিয়া। বাংলাদেশকে হারায় ৫৭-২০-তে। আর্জেন্টিনাও দাঁড়াতে পারেনি। হারতে হয় ৭৪-২০তে। গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারায় ৬৯-১৮-য়।

Seven-time defending champions India streamrolled a hapless Thailand 73-20 to storm into the final of the 2016 Kabaddi World Cup, here today.

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল