অ্যাপশহর

প্যারালিম্পিকে দেশের ‘সোনার’ ছেলে মারিয়াপ্পান থাঙ্গাভেলু সম্পর্কে ১০ তথ্য

রিও প্যারালিম্পিকে সোনাজয়ী অ্যাথলিটের দশ তথ্য পাঠকদের জন্য

EiSamay.Com 25 Dec 2016, 1:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : রিওতে সোনা জিতে রেকর্ড গড়েছেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। পুরুষদের হাইজাম্পে ১.৮৯ মিটার লাফিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম তুলে দিয়েছেন তামিলনাড়ুর এই যুবক। ২১ বছরের এই যুবক প্যারালিম্পিকে হাইজাম্পে দেশের প্রথম সোনাজয়ী। রিও অলিম্পিকে সাফল্যের তালিকায় পি ভি সিন্ধু, সাক্ষী মালিক, দীপা কর্মকারদের পাশাপাশি মারিয়াপ্পান থাঙ্গাভেলু ও বরুণ ভাটির নামও উঠে গেল। মারিয়াপ্পান ও বরুণ প্রমাণ করলেন অদম্য ইচ্ছার কাছে শারীরিক প্রতিবন্ধকতা হার মানতে বাধ্য।
EiSamay.Com 10 things you need to know about indias paralympic games gold medalist
প্যারালিম্পিকে দেশের ‘সোনার’ ছেলে মারিয়াপ্পান থাঙ্গাভেলু সম্পর্কে ১০ তথ্য


রিও প্যারালিম্পিকে সোনাজয়ী এই অ্যাথলিটের দশ তথ্য পাঠকদের জন্য

১) তামিলনাড়ুর সালেম শহর থেকে ৫০ কিলোমিটার দূরে পেরিয়াভাদামগাট্টি গ্রামে জন্ম মারিয়াপ্পানের। সোনাজয়ী এই অ্যাথলিটের মা একজন সব্জি বিক্রেতা। কয়েক বছর আগে মারিয়াপ্পানের শারীরিক প্রতিবন্ধকতা দূর করার চিকিৎসার জন্য ৩ লাখ টাকার ঋণ নেন তিনি। এই ঋণ আজও শোধ করতে পারেনি দরিদ্র পরিবার।

২) মাত্র পাঁচ বছর বয়সে মারিয়াপ্পানের ডান পা গাড়ির চাকার তলায় চলে আসে। সেই থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই চালাচ্ছে মারিয়াপ্পান।

৩) শারীরিক অক্ষমতা কাটিয়ে ছোটবেলা থেকেই খেলার জগতে সাবলীল মারিয়াপ্পান। স্কুল জীবনে ভালো ভলিবল খেলতেন তিনি। তাঁর ট্রেনার হাইজাম্পে মারিয়াপ্পানের সম্ভাবনা লক্ষ্য করেন।

৪) জীবনের প্রথম প্রতিযোগিতায় শারীরিকভাবে সক্ষমদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন ১৪ বছরের কিশোর মারিয়াপ্পান।

৫) ১৮ বছর বয়সে কোচ সত্যানারায়ণের নজরে পড়েন মারিয়াপ্পান। কোচের অধীনে বেঙ্গালুরুতে কড়া পরিশ্রমের পর ২০১৫ সালে বিশ্বসেরা হন মারিয়াপ্পান। সে বছর ছিল সিনিয়র লেভেল তাঁর প্রথম বছর।

৬) শরীরের নিম্নাংশে প্রতিবন্ধকতা রয়েছে, এমন প্রতিযোগীরাই শুধুমাত্র T42 বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

৭) টিউনিশেয়া গ্র্যান্ড প্রিক্সে নিজের ব্যক্তিগত সেরা ১.৭৮ মিটার জাম্প করেছিলেন মারিয়াপ্পান। যা তাঁকে অলিম্পিকের জন্য কোয়ালিফাই করে দেয়।

৮) রিও অলিম্পিকে ১.৯ মিটার লাফিয়ে সোনা জয় করেছেন মারিয়াপ্পান।

৯) প্যারালিম্পিকে এটা ভারতের তৃতীয় সোনা। এর আগে ১৯৭২ সালে সাঁতারু মুরলীকান্ত পেটকার ও ২০০৪ সালে জ্যাভলিন থ্রোওয়ার দেবেন্দ্র ঝাঁঝারিয়া সোনা জয় করেছিলেন।

১০) মারিয়াপ্পানের সোনা জয়ের ফলে প্যারলিম্পিকে ভারত পদকের সংখ্যায় সেরা ৩০-এ জায়গা করে নিয়েছে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল