অ্যাপশহর

​'খারাপ পারফরম্যান্সের অজুহাত নয়, তবে আমার জাস্ট কালই পিরিয়ড শুরু হয়েছে'

এবার পিরিয়ড নিয়ে 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এ কার্যত বিপ্লব ঘটিয়ে সোশ্যাল মিডিয়ার নয়নের মণি হয়ে উঠলেন চিনের মহিলা সাঁতারু ফু ইওয়ানহুই।

EiSamay.Com 16 Aug 2016, 6:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পিরিয়ড বা ঋতুচক্র নিয়ে সেই চুপিচুপি, গোপন ব্যাপারটা আর নেই। সাবালক হচ্ছে সমাজ। আর পাঁচটা শারীরবৃত্তিয় প্রক্রিয়ার মতোই ঋতুচক্রও যে স্বাভাবিক একটি প্রক্রিয়া, তা দেরিতে হলেও বুঝছে সমাজ। তবুও কোথাও যেন রয়ে গিয়েছে ছুঁত্‍‌মার্গ। এবার পিরিয়ড নিয়ে 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এ কার্যত বিপ্লব ঘটিয়ে সোশ্যাল মিডিয়ার নয়নের মণি হয়ে উঠলেন চিনের মহিলা সাঁতারু ফু ইওয়ানহুই।
EiSamay.Com this swimmer from china spoke openly about being on her period during an olympic event
​'খারাপ পারফরম্যান্সের অজুহাত নয়, তবে আমার জাস্ট কালই পিরিয়ড শুরু হয়েছে'


রিও অলিম্পিক্সের একাধিক স্মরণীয় মুহূর্তের মধ্যেও ফু ইউয়ানহুই-এর জবাব কখনওই ভুলবে না বিশ্ব। রবিবার মেয়েদের ৪০০ মিটার রিলে সাঁতারে অংশ নেন চিনের ফু ইওয়ানহুই। চিনের এই সাঁতারু এই মুহূর্তে স্টার। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ইতোমধ্যেই ব্রোঞ্জ জিতেছেন ফু। রবিবার নেমেছিলেন ৪০০ মিটার রিলেতে। সবাই আশা করেছিলেন এতেও পদক পাবেন তিনি। কিন্তু কয়েক সেকেন্ডের জন্য চতুর্থ হয়ে যান ফু।

প্রতিযোগিতা শেষে ফু-কে পারফরম্যান্সের ব্যাপারে জিগ্যেস করতে সাংবাদিকদের তিনি বলেন, 'এবারে ভালো সাঁতার কাটতে পারলাম না। গতকালই আমার পিরিয়ড হয়েছে। তাই একটু দুর্বল। তবে এটা কোনও কারণ হতে পারে না। দিনের শেষে আমি ভালো সাঁতার কাটতে পারিনি।' ফু-এর এই স্বীকারোক্তিতেও হাততালিতে ফেটে পড়ে স্টেডিয়াম। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় #FuyuanHuiPeriod ডিবেট।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল