অ্যাপশহর

​ এখনও বিশ্বের দ্রুততম বোল্ট-ই

শেষ ৪০ মিটারে বোল্ট এগিয়ে গিয়ে বুঝিয়ে দিলেন, শেষ বাজিমাত করার জন্যই তিনি রিও-তে এসেছেন।

EiSamay.Com 15 Aug 2016, 12:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হিটে ল্যাপ শেষ করার আগে পাশে তাকিয়ে দেখেছিলেন, দ্বিতীয় ব্যক্তিটি তাঁর থেকে কতটা দূরে রয়েছেন, অলিম্পিক্স-এর মতো মঞ্চে এহেন বিলাসিতা দেখেই বোঝা গিয়েছিল, সেরা হওয়ার ব্যাপারে তিনি নিশ্চিত। অফুরন্ত আত্মবিশ্বাসী। ১০০ মিটারের ফাইনালে সোনা জিতে সেই উসেইন বোল্ট প্রমাণই করলেন, তিনিই বিশ্বের দ্রুততম ব্যক্তি। বাকিরা স্রেফ ধারেকাছে নেই।
EiSamay.Com still no one on earth can catch usain bolt
​ এখনও বিশ্বের দ্রুততম বোল্ট-ই


রবিবার রাতে রিও অলিম্পিক্সে ১০০ মিটার দৌড় মাত্র ৯.৮১ সেকেন্ডে শেষ করে নিজের সপ্তম সোনার পদকটা ছিনিয়ে নিলেন বোল্ট। একই সঙ্গে অলিম্পিক্সের ইতিহাসে ১০০ মিটারে এই নিয়ে তিন বার প্রথম হয়ে রেকর্ড করলেন তিনি। বোল্টের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন ৯.৮৯ সেকেন্ডে শেষ করে রুপো পেলেন। ৯.৯১ সেকেন্ডে তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জিতলেন কানাডার আন্দ্রে গ্রাসে।


দৌড়ের শুরুর দিকে এগিয়েছিলেন গ্যাটলিন-ই। শেষ ৪০ মিটারে বোল্ট এগিয়ে গিয়ে বুঝিয়ে দিলেন, শেষ বাজিমাত করার জন্যই তিনি রিও-তে এসেছেন। বোল্ট...বোল্ট চিত্‍‌কারে তখন স্টেডিয়ামে কান পাতা দায়। বোল্টের কথায়, 'কেউ একজন বলেছিল, আমি অমরও হয়ে যেতে পারি। এখনও দু'টো পদক পেতে হবে। তারপর অমর হব।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল