অ্যাপশহর

'দেশকে গর্বিত করেছ', সোনার ছেলে সুমিতকে ফোনে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

হরিয়ানার সোনপত থেকে উঠে এসেছেন ২৩ বছর বয়সি এই অ্যাথলিট। ২০১৫ সালে একটি মোটরবাইক দুর্ঘটনায় বাঁ পায়ের হাঁটুর নিচে থেকে বাদ দিতে হয়। টোকিয়ো প্যারালিম্পিক্সে সুমিত সোনা জয় করেন।

Lipi 30 Aug 2021, 10:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে শুভেচ্ছা জানান ভারতের সোনা জয়ী প্যারা অ্যাথলিট সুমিত আনটিলকে। টোকিয়ো প্যারালিম্পিক্সে সুমিত F64 ক্যাটেগরিতে জ্যাভলিন থ্রো ইভেন্টে অংশগ্রহণ করেন। বেশ কয়েকবার বিশ্ব রেকর্ড ভাঙার পর তিনি সোনার পদক জয় করেন।
EiSamay.Com Sumit Antil and Narendra Modi
সুমিত আনটিল এবং নরেন্দ্র মোদী (ছবি সৌজন্য - টুইটার)


ফোন করে সুমিতকে প্রশংসায় ভরিয়ে দেন দেশের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী তাঁকে বলেন, সুমিত গোটা দেশকে গর্বিত করেছে। পাশাপাশি তাঁর অধ্যাবসায়েরও তারিফ করেন তিনি। প্রধানমন্ত্রী আরও যোগ করেন, 'আগামীদিনে দেশের তরুণ প্রজন্ম তোমার এই সাফল্য দেখে অনুপ্রানিত হবে। তুমি গোটা দেশের পরিবারকে গর্বিত করেছ।'

হরিয়ানার সোনপত থেকে উঠে এসেছেন ২৩ বছর বয়সি এই অ্যাথলিট। ২০১৫ সালে একটি মোটরবাইক দুর্ঘটনায় বাঁ পায়ের হাঁটুর নিচে থেকে বাদ দিতে হয়। আজ পঞ্চম প্রচেষ্টায় তিনি ৬৮.৫৫ মিটার দুরত্বে জ্যাভলিন ছোঁড়েন। আর সেইসঙ্গেই গড়ে তোলেন এক নয়া বিশ্বরেকর্ড।

ইতিপূর্বে তাঁর ৬২.৮৮ মিটারের বিশ্বরেকর্ড ছিল। ২০১৯ সালে এই রেকর্ড তিনি কায়েম করেছিলেন। সেবারও তিনি পঞ্চম প্রচেষ্টায় এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তবে তাঁর শেষ থ্রো ফাউল হয়ে যায়। তাঁর সিরিজ ছিল ৬৬.৯৫, ৬৮.০৮, ৬৫.২৭, ৬৬.৭১ এবং ৬৮.৫৫।

এই একই ইভেন্টে অস্ট্রেলিয়ার মিচেল বুরিয়ান (৬৬.২৯) এবং শ্রীলঙ্কার দুলান কোদিথুওয়াক্কু (৬৫.৬১) যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ পদক জয় করেছেন। প্রসঙ্গত, F64 ক্যাটেগরিতে সেই সকল অ্যাথলিটরা অংশগ্রহণ করেন, যাঁদের পায়ে সমস্যা রয়েছে। কিন্তু, কৃত্রিম পা লাগিয়ে তাঁরা অন্তত দাঁড়াতে পারেন।

দিল্লির রামজাস কলেজে পড়াশোনা করেছন সুমিত। প্রথম জীবনে তাঁর চোখে কুস্তিগীর হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু, এই একটা দুর্ঘটনাই তাঁর জীবনের রূপকথা একেবারে বদলে দেয়। ২০১৮ সালে তাঁরই গ্রামের এক প্যারা অ্যাথলিট সুমিতকে এই খেলায় আসার জন্য উদ্বুদ্ধ করেন।

তবে দিনের শুরুতে প্যারালিম্পিকে কেরিয়ারের তৃতীয় পদক জয় করলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। আগের দুবার তিনি সোনার পদক জয় করলেও, এবার রুপো নিয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়। আজ রুপোর পদক জয়ের পর সবাইকে ধন্যবাদ জানান তিনি। বলেন, 'যারা আমাদের জন্য প্রার্থনা করেছিলেন, আমি তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। এবারও আমার লক্ষ্য ছিল সোনা জয়। কিন্তু, অল্পের জন্য সেটা আর হল না। খেলায় চড়াই-উতরাই আছেই। কিন্তু, মন্দের মধ্যে এটাই ভালো যে আমি দেশের হয়ে পদকের হ্যাটট্রিক করতে পেরেছি। আর তাতেই আমি খুশি।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল