অ্যাপশহর

'জয় বজরংবলি'! পুনিয়ার ব্রোঞ্জ জয়ে ফোন প্রধানমন্ত্রীর, শুভেচ্ছায় ভাসছে টুইটার

Tokyo Olympic এ ষষ্ঠ পদক জয়... কুস্তিতে দ্বিতীয় পদক জিতে ব্রোঞ্জ ঘরে আনলেন Bajrang Punia... এর আগে চলতি অলিম্পিকেই কুস্তিতে রূপো জিতেছেন রবি কুমার দাহিয়া...

EiSamay.Com 7 Aug 2021, 7:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: টোকিও অলিম্পিকে পদ জয়ে নজির ভারতের। নীরজ চোপড়ার সোনা জয়ের আগেই দেশের হয়ে ষষ্ঠ পদক জয় কুস্তিগীর বজরং পুনিয়ার। রবি কুমার দাহিয়ার পর কুস্তিতে আরও একটি পদক ভারতের। কুস্তির ফ্রি-স্টাইলে ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জয় পুনিয়ার। শুভেচ্ছা বার্তা জানাতে ফোন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে শুভেচ্ছা জানান বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্ছ্বসিত টুইট কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরেরও। বজরংয়ের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন কিরেণ রিজিজুও।
EiSamay.Com bajrang punia




'জয় বজরংবলী', পুনিয়ার পদক জয়ের উৎসবে এভাবেই মেতেছে টুইটার। মন্ত্রী থেকে সাধারণ মানুষ, তারকা থেকে ক্রীড়াবিদ, কুস্তিতে পদক জয়ে শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়। এদিন কুস্তির ময়দানে কাজাখস্তানের দৌলেত নিয়াজবেকভকে পরাস্ত করে ব্রোঞ্জ পদকটি জিতে নেন পুনিয়া। সেমিফাইনাল ম্যাচে হারতে হয়েছিল বজরং পুনিয়াকে। সেকারণে তিনি সোনা এবং রুপো জয়ের দৌড় থেকে ছিটকে যান। সেমিতে তাঁকে আজারবাইডানের হাজি এলিয়েভের কাছে হার স্বীকার করতে হয়। এলিয়েভ তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন। এছাড়া তিনি রিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অলিম্পিকে পদকজয়ী দেশের এই কুস্তিগীরকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইট করে লিখেছেন, 'চলতি অলিম্পিকে বজরং পুনিয়া ব্রোঞ্জ পদক জয় করেছেন। ওনার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।' সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'তোমার জেদ এবং প্যাশন সত্যিই সবাইকে অনুপ্রাণিত করবে। অসাধারণ একটা কৃতিত্ব অর্জন করলে তুমি, গোটা দেশ তোমার উপরে গর্বিত।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল