অ্যাপশহর

হকিতে পদক জয়ের সম্ভাবনা, আর্জেন্টিনাকে হারিয়ে শেষ আটে ভারত

টেকিও অলিম্পিকে (Tokyo Olympics) হকিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় পুরুষ দল। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৩–১ গোলে হারিয়ে নিজেদের স্থান নিশ্চিত করল ভারত।

Lipi 29 Jul 2021, 9:13 am

হাইলাইটস

  • এবার কি খরা কাটাতে পারবেন মনপ্রীত সিংরা?
  • কোয়ার্টার ফাইনালে যাওয়ার পাশাপাশি পুল ‘‌এ’‌–তে দ্বিতীয় স্থান নিশ্চিত করল মনপ্রীতরা।
  • আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এদিন আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত।
EiSamay.Com India defeats argentina in hockey
ফাইল ফটো
এই সময় ডিজিটাল ডেস্ক: অলিম্পিক হকিতে দীর্ঘদিন আসেনি। এবার কি খরা কাটাতে পারবেন মনপ্রীত সিংরা? কাজটা কঠিন হলেও ক্রমশ এগিয়ে চলেছে ভারত। গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের সোনাজয়ী আর্জেন্টিনাকে ৩–১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পাশাপাশি পুল ‘‌এ’‌–তে দ্বিতীয় স্থান নিশ্চিত করল মনপ্রীতরা।
একপ্রকার কঠিন গ্রুপে রয়েছে ভারত। বর্তমান বিশ্বসেরা অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে আগের অলিম্পিকে সোনাজয়ী আর্জেন্টিনা। পুলের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতলেও অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারে আশঙ্কা তৈরি হয়েছিল। পরের ম্যাচে স্পেনের বিরুদ্ধে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ান মনপ্রীতরা। ৩–০ ব্যবধানে জিতে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এদিন আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত।

'শুধুমাত্র বিপক্ষ নয়, রাজনীতির বিরুদ্ধেও লড়তে হয় ভারতীয় অ্যাথলিটদের', বিস্ফোরক জ্বালা
আর্জেন্টিনার বিরুদ্ধে জিতলেই কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত ছিল ভারতের। সেক্ষেত্রে এদিনের ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় তুলে নিলেন মনপ্রীতরা। অলিম্পিকে যাওয়ার আগে আর্জেন্টিনায় প্রস্তুতি সফরে গিয়েছিল ভারত। সেখানে শেষ ম্যাচে ৪–২ ব্যবধানে জিতেছিল। যদিও সেই জয়ের কথা মাথায় রেখে মাঠে নামেননি মনপ্রীতরা।

গুটিয়ে না থেকে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ভারত। ৪ মিনিটে প্রায় ভারতকে এগিয়ে দিচ্ছিলেন দলপ্রীত। খুব কাছ থেকে নেওয়া তাঁর ফ্লিক আটকে দেন আর্জেন্টিনার গোলকিপার। ১৫ মিনিটে ড্রিবল করতে গিয়ে সহজ সুযোগ নষ্ট করেন সিমরণজিৎ সিং। ১৭ মিনিটে প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। স্কোরিং সার্কেলের মধ্যে লুকাস রোসিকে আটকে দেন ভারতীয় ডিফেন্ডাররা। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। যদিও ভারতের আধিপত্য বেশিই ছিল।

Tokyo Olympics 2020 : আশা জিইয়ে অলিম্পিকের প্রি কোয়ার্টারে দীপিকা
দ্বিতীয়ার্ধের শুরুতেও গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত। ৪২ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্ণার পেয়েও কাজে লাগাতে পারেননি রুপিন্দাররা। ৪৩ মিনিটে এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্ণার থেকে গোল করে দলকে এগিয়ে দেন বরুণ কুমার। চতুর্থ কোয়ার্টারে নাটক জমে ওঠে। ৪৮ মিনিটে প্রথম পেনাল্টি কর্ণার পায় আর্জেন্টিনা। মাইকো ক্যাসেলা গোল করে সমতা ফেরান। অনেকেই মনে করছিলেন ম্যাচ হয়তো ড্রয়ের দিকে এগোচ্ছে। তখনই জ্বলে ওঠেন ভারত। ৫৭ মিনিটে বিবেক প্রসাদ সাগর গোল করে দলকে এগিয়ে দেন। ২ মিনিট পর আবার গোল ভারতের। ৮ নম্বর পেনাল্টি কর্ণার কাজে লাগিয়ে হরমনপ্রীত সিং ৩–১ করেন। ৪ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে পুল ‘‌এ’‌–তে দ্বিতীয় স্থান নিশ্চিত করল ভারত।

পরের খবর