অ্যাপশহর

'একজন সেনার পক্ষেই সম্ভব', ভারতীয় পতাকার যোগ্য মর্যাদা নীরজ চোপড়ার

দেশের সেনা হিসেবে নীরজ খুব ভালো করেই জানেন, দেশের জাতীয় পতাকার গুরুত্ব ঠিক কতখানি। আর সেকারণেই তিনি 'তিরঙ্গা'কে যোগ্য সম্মান দেন, যা অন্য দেশের প্রতিযোগীদের দিতে দেখা যায় না।

EiSamay.Com 9 Aug 2021, 11:10 am
এইসময় ডিজিটাল ডেস্ক : অলিম্পিকের আসরে পদক জয়ের পর অ্যাথলিটরা শরীরে দেশের জাতীয় পতাকা জড়িয়ে গোটা স্টেডিয়াম দৌড়ে বেড়ান। এই দৃশ্যটা আমাদের সকলের কাছেই বেশ পরিচিত। টোকিয়ো অলিম্পিকে আমরা বহুবার এমন দৃশ্যের সাক্ষী থেকেছি। ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়াকেও এই একই কাজ করতে দেখা গিয়েছিল। পুরুষদের জ্যাভেলিনে তিনি সোনা জয় করেছেন। দেশের পতাকা শরীরে মুড়ে তিনি ভিকট্রি ল্যাপও নিতে শুরু করেন। আর সেইসঙ্গে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।
EiSamay.Com Neeraj Chopra Flag
দেশের জাতীয় পতাকা হাতে নীরজ চোপড়া, ছবি সৌজন্য - টুইটার


তবে এই আনন্দ উদযাপনের পর তিনি যে কাজটা করলেন, সেই দৃশ্যটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। এই আনন্দ উদযাপনের পাশাপাশি চলে ক্যামেরার সামনে পোজ দেওয়াও। অবশেষে ভারতীয় সেনাবাহিনীর সুবেদার নীরজ এমন একটা কাজ করলেন, যা গোটা দেশের হৃদয় ছুঁয়ে গেল।

সচরাচর এই আনন্দ উদযাপনের পর দেখা যায়, বিভিন্ন দেশের অ্যাথলিটরা তাঁদের দেশের পতাকাকে যোগ্য সম্মানটুকুও দিতে ভুলে যায়। যেটা দেওয়া অবশ্যই উচিত। বহু ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, আনন্দ উদযাপনের পর সংশ্লিষ্ট দেশের পতাকা মাটিতে গড়াগড়ি খাচ্ছে।

দেশের সেনা হিসেবে নীরজ খুব ভালো করেই জানেন, দেশের জাতীয় পতাকার গুরুত্ব ঠিক কতখানি। আর সেকারণেই তিনি 'তিরঙ্গা'কে যোগ্য সম্মান দেন, যা অন্য দেশের প্রতিযোগীদের দিতে দেখা যায় না। আনন্দ উদযাপনের পর নীরজ দেশের পতাকাটা যত্ন সহকারে মুড়ে রাখেন এবং সেটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখেন।

একথা অনস্বীকার্য যে টোকিয়ো অলিম্পিকে নীরজের সোনা জয় গোটা দেশকে গর্বিত করেন। কিন্তু, সোনা জয়ের পর যেভাবে তিনি দেশের পতাকাকে সম্মান জানালেন, সেটা দেখার পর দেশবাসীর ছাতি গর্বে আরও খানিকটা ফুলে উঠেছে। প্রথমে অনেকেই হয়ত এই বিষয়টা লক্ষ্য করেননি। কিন্তু, যাঁদের নজরে এই ব্যাপারটা এসেছে, তাঁরা নীরজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। তাঁর সেনার প্রশিক্ষণের প্রশংসা করেছেন। একবাক্যে স্বীকার করেছেন, একজন প্রকৃত জওয়ানের পক্ষেই দেশের জাতীয় পতাকাকে এভাবে মর্যাদা দেওয়া সম্ভব।

দেখে নিন সেই ভিডিয়ো :

মাত্র ২৩ বছর বয়সে নীরজ যে কৃতিত্ব অর্জন করেছেন, যা গত ১০০ বছরে কোনও ট্র্যাক অ্যান্ড ফিল্ড করে দেখাতে পারেননি। অলিম্পিক পোডিয়ামে শীর্ষস্থানে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। তাঁর এই সোনার যাত্রা পথে বহু প্রতিবন্ধকতা এসেছিল। সবথেকে বড় কথা, চোটের কারণে তিনি একটা বছর অনুশীলন করতে পারেননি এবং অস্ত্রোপচারও করাতে হয়।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল