অ্যাপশহর

ভারতীয় মহিলা হকি দলের কোচ শোজর্ড মারিনের ইস্তফা, বললেন - 'এটাই শেষ ম্যাচ'

নেদারল্যান্ডসের এই প্রাক্তন খেলোয়াড় ভারতীয় মিডিয়ার সঙ্গে একটা ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই তিনি বলেন, 'আমার আপাতত আর কোনও পরিকল্পনা নেই। কারণ ভারতীয় মহিলা হকি দলের সঙ্গে এটা আমার শেষ ম্যাচ ছিল। এবার দায়িত্ব শোপমেনের হাতে।'

EiSamay.Com 6 Aug 2021, 5:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ শোজোর্ড মারিন শুক্রবার জানিয়ে দেন, ভারতীয় মহিলা হকি দলের সঙ্গে অলিম্পিকই তাঁর শেষ অ্যাসাইনমেন্ট ছিল। আজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে যায় ভারত। ৪৭ বছর বয়সি এই কোচের অধীনেই ভারতীয় মহিলা হকি দল এত ভালো পারফর্ম করতে পারল। চলতি টোকিয়ো অলিম্পিকে ভারতের মহিলা হকি দল চতুর্থ স্থানে শেষ করে। তবে এর সিংহভাগ অবদান কিন্তু দলের কোচেরই।
EiSamay.Com Indian Hockey Team
ভারতীয় মহিলা হকি দলের সঙ্গে কোচ শোজর্ড মারিন, ছবি সৌজন্য - টুইটার


এবার নতুন কোচ হবেন শোপমেন

ব্রিটেনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আজ ভারতীয় মহিলা হকি দলকে ৩-৪ গোলে হারতে হয়। এই ম্যাচ শেষ হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই মারিন ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। নেদারল্যান্ডসের এই প্রাক্তন খেলোয়াড় ভারতীয় মিডিয়ার সঙ্গে একটা ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই তিনি বলেন, 'আমার আপাতত আর কোনও পরিকল্পনা নেই। কারণ ভারতীয় মহিলা হকি দলের সঙ্গে এটা আমার শেষ ম্যাচ ছিল। এবার দায়িত্ব শোপমেনের হাতে।'

আমরা পদকের থেকেও অনেক বেশি কিছু জিততে পেরেছি - মারিন

ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ শোজর্ড মারিন এই দলটাকে অনেক কিছু দিয়েছেন। এটা তাঁরই পরিশ্রমের ফসল যে ভারতীয় মহিলা হকি দল অস্ট্রেলিয়ার মতো দলকেও হারাতে পেরেছে। ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে হেরে যাওয়ার পর তিনি টুইট করে জানান, 'হতে পারে, আমরা পদক জিততে পারিনি। কিন্তু, তার থেকেও আমরা অনেক বেশিকিছু জিততে পেরেছি। আমরা ভারতকে আরও একবার গৌরবান্বিত করতে পেরেছি। লক্ষ লক্ষ ভারতীয় মহিলাকে আমরা অনুপ্রাণিত করতে পেরেছি। তাঁরাও এবার নিজেদের স্বপ্ন সার্থক করতে পারবেন। সমর্থন করার জন্য আন্তরিক ধন্যবাদ!'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল