অ্যাপশহর

কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের মুখোমুখি হবে ভারতীয় হকি দল

টোকিয়ো অলিম্পিকে (Tokyo Olympic) পদকের হাতছানি ভারতীয় পুরুষ হকি দলের (Men Hockey Team)। কোয়ার্টার ফাইনালে তাঁরা খেলবে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে। ১ অগাস্ট হবে এই খেলা

EiSamay.Com 30 Jul 2021, 9:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় পুরুষ হকি দল (Men Hockey Team)। সেই স্বপ্ন নিয়েই অলিম্পিকে (Tokyo Olympic) আগামী ১ অগাস্ট কোয়ার্টার ফাইনাল খেলবে তারা। সেখানে প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন। শুক্রবারই জাপানের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে আনে ভারতীয় হকি দল। ৫-৩ ব্যবধানে জয়লাভ করে মনপ্রীত ব্রিগেড। এ পুলের অন্তিম ম্যাচের এই জয় তাঁদের কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে দেয়।
EiSamay.Com tokyo olympic
জয়ের পর ভারতীয় পুরুষ হকি দল। সৌজন্যে- টুইটার।


জাপানের বিরুদ্ধে ভারতকে কোনও আত্মতুষ্টিতে ভুগতে দেখা যায়নি। ম্যাচের শুরু থেকেই রাশ মনপ্রীতদের হাতে ছিল। ১৩ মিনিটের মাথায় ভারতকে ১-০ গোলে এগিয়ে দেন হরমনপ্রীত সিং। প্রথম পেনাল্টি থেকেই গোল অর্জন করে ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই (১৭ মিনিট) দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন গুর্জন্ত সিং। তবে সহজে হাল ছেড়ে দেয়নি জাপানও। ১৯ মিনিটে জাপানের প্রথম গোলের দরজা খুলে যায়। ব্যবধান কমান কেন্টা তানাকা। ম্যাচের প্রথমার্ধে আর কোনও দল গোলের ব্যবধান বাড়াতে কিংবা কমাতে পারেনি। এরপর শুরু হয় তৃতীয় কোয়ার্টারের খেলা। শুরুতেই ভারতের কর্তৃত্ব দেখতে পাওয়া যায়। তবে তিন মিনিটের মধ্যেই কোতা ওয়াতানাবে সমতা ফিরিয়ে আনেন। দুটো দলই জোড়া গোল করে ম্যাচের উত্তেজনা একেবারে টানটান করে দেয়।
দুরন্ত জয় সিন্ধুর, কনফার্ম অলিম্পিকের সেমিফাইনাল
তবে ভারতের এগিয়ে যেতে খুব বেশি সময় কিন্তু লাগেনি। শামসের সিং ভারতকে ৩-২ গোলে এগিয়ে দেন ম্যাচের ৩৪ মিনিটে। ৪০ মিনিটে দুর্দান্ত শট নিলেও জাপানের গোলরক্ষক সেটা বাঁচিয়ে দেন। তৃতীয় কোয়ার্টারে ভারত এবং জাপান আর কোনও গোল করতে পারেনি। তবে ম্যাচের চতুর্থ কোয়ার্টারে সেই নীলকান্তের গোলেই এগিয়ে যায় ভারত। ৫১ মিনিটে তিনি দলকে এগিয়ে দেন। ম্যাচের স্কোর দাঁড়ায় ৪-২।
'ব্রোঞ্জ নয়, সোনা জিততে এসেছি', সেমিতে পৌঁছে গর্জন লভলিনার
৫৬ মিনিটে জাপানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন গুর্জন্ত সিং। এদিনের ম্যাচে তিনি জোড়া গোল করলেন। আর সেইসঙ্গে ভারত ৫-২ গোলে এগিয়ে যায়। তবে একেবারে শেষ মুহূর্তে ৫৯ মিনিটে কাজুমা মুরাতা একটা গোল দিলেও তাতে লাভের লাভ কিছু হয়নি। অবশেষে ভারত এই ম্যাচটা ৫-৩ গোলে জয়লাভ করে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল