অ্যাপশহর

ফের স্বপ্নভঙ্গ, প্রি কোয়ার্টারে হেরে অলিম্পিক থেকে বিদায় মেরি কমের

এই টুর্নামেন্টে মেরি কম ৫১ কেজি বিভাগে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু, আজ ১৩০ কোটির দেশবাসীকে আশাহত করলেন তিনি। তাঁকে কঠিন লড়াইয়ের পর স্প্লিট ডিসিশনে ৩-২ ব্যবধানে হারতে হল।

EiSamay.Com 29 Jul 2021, 4:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : 'সুপারমম' মেরি কম বৃহস্পতিবার যখন বক্সিং রিংয়ে নামেন, তখন তাঁর কাঁধে ১৩০ কোটি ভারতীয়র প্রত্যাশা ছিল। এতদিন পর্যন্ত মেরি সমস্ত প্রত্যাশাই পূরণ করে আসছিলেন। রেকর্ড গড়ে ৬ বার চ্যাম্পিয়ন হন তিনি। গোটা বিশ্বে মহিলাদের বক্সিংয়ে তিনি ভারতের নাম উজ্জ্বল করেছেন। ইতিপূর্বে তিনি অলিম্পিকে ব্রোঞ্জ পদকও জয় করেছিলেন। আশা ছিল একটা সোনার পদকের। আর এই স্বপ্নটা জিইয়ে রাখার জন্যই দেশের ৩৮ বছর বয়সি এই মহিলা তারকা বক্সিংয়ের লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন। নিজের স্বপ্নটাকে তাড়া করছিলেন। তবে টোকিয়ো অলিম্পিকে সেই স্বপ্ন অবশেষে ভেঙে গেল।
EiSamay.Com Mary Kom
মেরি কম


চলতি টোকিয়ো অলিম্পিকে হেরে গেলেন ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম। এই টুর্নামেন্টে তিনি ৫১ কেজি বিভাগে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু, আজ ১৩০ কোটির দেশবাসীকে আশাহত করলেন তিনি। মহিলাদের বক্সিং প্রি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার তৃতীয় বাছাই ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে পরাস্ত হন। প্রথম রাউণ্ডে মেরি ১-৪ ব্যবধানে পরাস্ত হয়েছিল। তবে দ্বিতীয় রাউন্ডে তিনি জোরদার কামব্যাক করেন। আর সেইসঙ্গে তিনি ৩-২ ব্যবধানে জয়লাভ করেন। যদিও তৃতীয় রাউন্ডে ভ্যালেন্সিয়া শুধু প্রত্যাবর্তনই করেননি, এই লড়াইটা তিনি ৩-২ ব্যবধানে জিতে যান।

ইতিপূর্বে মেরি কম দু'বার মেরি কম বক্সিংয়ের কোয়ালিফাইং পর্বে লড়াই করেছিলেন। আর দুবারই তিনি জয়লাভ করেছিলেন। পাশাপাশি ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালেও তিনি অংশগ্রহণ করেছিলেন।

ইতিপূর্বে তিনি ডমিনিকা রিপাবলিকের বক্সার মিগুএলিনা হার্নান্ডেজ গার্সিয়াকে পরাস্ত করে প্রি কোয়ার্টার ফাইনালে পা রেখেছিলেন মেরি। ২০১২ অলিম্পিকে মেরি কম ব্রোঞ্জ পদক জয় করেন। এই ম্যাচে তিনি ৪-১ ব্যবধানে জয়লাভ করেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল