অ্যাপশহর

অলিম্পিকের সেমিফাইনালে পরাস্ত সিন্ধু, চোখ আপাতত ব্রোঞ্জ পদকে

আজ প্রথম গেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন তাই। তিনি প্রথম দুটো পয়েন্ট নিজের ঝুলিতে পুরে নেন। এরপর ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করেন সিন্ধু (PV Sindhu Badninton)।

EiSamay.Com 31 Jul 2021, 4:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : নাহ, হল না। আশা করা হয়েছিল, চলতি টোকিয়ো অলিম্পিকে দেশের প্রথম সোনার পদকটি এনে দেবেন পিভি সিন্ধু। সেই স্বপ্ন অধরাই থেকে গেল। আজ মহিলাদের সিঙ্গলস ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চাইনিজ তাইপেই প্রতিযোগী তাই জু-ইংয়ের বিরুদ্ধে হার স্বীকার করে নেন সিন্ধু। ম্যাচের ফলাফল দাঁড়ায় ২১-১৮ এবং ২১-১২।
EiSamay.Com P V Sindhu
অলিম্পিকের সেমিফাইনালে পরাস্ত পি ভি সিন্ধু


আজ প্রথম গেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন তাই। তিনি প্রথম দুটো পয়েন্ট নিজের ঝুলিতে পুরে নেন। এরপর ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করেন সিন্ধু। একটা সময় তিনি ১১-৮ ব্যবধানে নিজের লিড বাড়িয়ে নিয়েছিলেন। কিন্তু, তারপরই পালটা আঘাত হানতে শুরু করেন তাই। শেষ বেলায় বেশ কয়েকটা আনফোর্সড এরর করেন সিন্ধু। আর তাতেই তিনি পিছিয়ে পড়েন। অবশেষে প্রথম গেমে ২১-১৮ ব্যবধানে হেরে যান সিন্ধু।

আশা করা হয়েছিল, দ্বিতীয় গেমে হয়ত তিনি প্রত্যাবর্তন করতে পারবেন। কিন্তু, সেই আশাতেও জল ঢেলে দিলেন সিন্ধু নিজেই। শুরুতেই তাইয়ের দাপটে তিনি দাঁড়াতে পারেননি।

ইতিপূর্বে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচি পরাস্ত করেন। ম্যাচের ফলাফল ২১-১৩ এবং ২২-২০। সেমিফাইনালেও যে সিন্ধু ঝড় দেখতে পাওয়া যাবে, তেমনটাই আশা করা হচ্ছিল। ৫৬ মিনিট ধরে এই লড়াই চলেছিল।

তবে আজ তাই জু-ইংয়ের বিরুদ্ধে লড়াই করতে নামেন সিন্ধু। এই ম্যাচের আগে পর্যন্ত এই দুই ব্যাডমিন্টন তারকা ১৮ বার একে অপরের মুখোমুখি হয়েছিলেন। তারমধ্যে ১৩ বার জয়লাভ করেন তাই জু এবং মাত্র পাঁচবার সিন্ধু। আজ প্রথম সেমিফাইনাল ম্যাচটা চিনের চেন ইউ ফেই এবং হি বিং জিয়াওয়ের মধ্যে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে চেন ইউ ফেই জয়লাভ করেন। আগামীকাল ফাইনাল ম্যাচে চেনের মুখোমুখি হতে চলেছেন তাই। তবে ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করবেন সিন্ধু।

পরের খবর