অ্যাপশহর

অলিম্পিকের আলোয় উদ্ভাসিত হাওড়া ব্রিজ, কুর্নিশ দেশের অ্যাথলিটদের

গতকাল রাত থেকেই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। ১ মিনিট ৪০ সেকেন্ডের এই ভিডিয়োয় আলোয় উদ্ভাসিত হাওড়া ব্রিজকে (Howrah Bridge) দেখানো হয়েছে।

EiSamay.Com 20 Jul 2021, 11:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : হাতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই শুরু হতে চলেছে অলিম্পিকের মহাযজ্ঞ। এই উপলক্ষ্যে ঐতিহাসিক হাওড়া ব্রিজ ওরফে রবীন্দ্র সেতু সেজে উঠল অলিম্পিকের আলোয়। আসন্ন অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানানোর জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অলিম্পিক বৃত্তে যে রংগুলো রয়েছে, সেই রংয়ের আলোতেই উদ্ভাসিত হয়েছে হাওড়া ব্রিজ।
EiSamay.Com Howrah Bridge Olympic Light
অলিম্পিকের আলোয় উদ্ভাসিত হাওড়া ব্রিজ


গতকাল রাত থেকেই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। ১ মিনিট ৪০ সেকেন্ডের এই ভিডিয়োয় আলোয় উদ্ভাসিত হাওড়া ব্রিজকে দেখানো হয়েছে। বাংলার বহু রাজনৈতিক নেতা এই ভিডিয়োটি নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে এই ভিডিয়োটি পোস্ট করেছেন। আর সেইসঙ্গে দেশের অলিম্পিয়াডদের তাঁরা শুভেচ্ছাও জানিয়েছেন।

গত বছরই টোকিয়ো অলিম্পিক আয়োজন করার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির কারণে সেটা আয়োজন করা সম্ভব হয়নি। আগামী ২৩ জুলাই থেকে এই অলিম্পিকের আসর বসতে চলেছে জাপানের টোকিয়ো শহরে। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। ভারত থেকে ১৮টি পৃথক খেলায় ১২০জনের বেশি ভারতীয় অ্যাথলিট অংশগ্রহণ করছেন। এই প্রথমবার অলিম্পিকের আসরে ভারত থেকে এত বেশি সংখ্যক অ্যাথলিট অংশগ্রহণ করতে চলেছেন। ইতিপূর্বে ২০১৬ সালে আয়োজিত রিও অলিম্পিকে ভারত থেকে সর্বাধিক অ্যাথলিট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল