অ্যাপশহর

'তুমি এমন বলতে পারো না!', নীরজের সোনা জয় নিয়ে টুইট লড়াই গম্ভীর-ভাজ্জির

নীরজের সোনা জয়ের পর হরভজন সিং বলেছেন, 'এই স্বর্ণপদক জয় ২০১১ সালের বিশ্বকাপ জয়ের থেকেও বড়।' এরপর টুইট করেন গম্ভীর। তিনি বলেন, 'এটা সত্যি হরভজন। কিন্তু তুমি এটা বলতে পার না!'

EiSamay.Com 8 Aug 2021, 10:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : নীরজ চোপড়ার পদক জয় নিয়ে হরভজন সিংকে কটাক্ষ করলেন প্রাক্তন ক্রিকেট তারকা হরভজন সিং। নীরজ চোপড়ার সোনা জয়ের পর একটি টেলিভিশন চ্যানেলের অনু্ষ্ঠানে এসে হরভজন সিং বলেন, নীরজের এই সোনা ২০১১ সালের ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের থেকেও বড়। এরপরই গম্ভীরের এই টুইট।
EiSamay.Com Gautam Gambhir
গৌতম গম্ভীর, ছবি সৌজন্য - টুইটার


কয়েকদিন আগে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জয় করে। ৪১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এই পদক ঘরে তোলে ভারত। এরপর গৌতম গম্ভীর বলেছিলেন, ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ের সমান নীরজের সোনা জয়। ১৯৮৬ সালের পর ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই পরিপ্রেক্ষিতেই ভারতের বিশ্বকাপ জয়ের সঙ্গে নীরজের সোনা জয়কে তুলনা করেন গম্ভীর। সেই মন্তব্যের জন্য তাঁকে কটাক্ষের শিকার হতে হয় তাঁকে।

নীরজের সোনা জয়ের পর সাংবাদমাধ্যমের সামনে এসে হরভজন সিং বলেছেন, 'এই স্বর্ণপদক জয় ২০১১ সালের বিশ্বকাপ জয়ের থেকেও বড়।' এরপর টুইট করেন গম্ভীর। তিনি বলেন, 'এটা সত্যি হরভজন। কিন্তু তুমি এটা বলতে পার না! তুমি বলতে পার না! তুমি কখনই বলতে পার না।' টুইটের শেষে দুটো হাসির ইমোজি দেন গম্ভীর। গৌতম গম্ভীর ও হরভজন সিং দু’জনেই ২০১১-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।

২৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০০৭ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জেতে। দুটোই জেতে ধোনির নেতৃত্বে। অন্যদিকে টোকিও অলিম্পিক্সে পদক জিতে ৪১ বছরের পদকের খরা দূর করে ভারতীয় পুরুষ হকি দল। আবার নীরজ চোপড়া অ্যাথলিট হিসেবে ভারতের হয়ে প্রথম পদক জেতে। স্বপ্নপূরণ করে প্রয়াত মিলখা সিংয়ের। সেই পদক তিনি উৎসর্গ করেন কিংবদন্তীকে।

দেখতে গেলে সবদিক থেকেই ইতিহাস তৈরি হয়েছে এই ঘটনাগুলোয়। কিন্তু এই ঘটনাগুলো নিয়ে ভারতীয় দুই কিংবদন্তীর এই বাক্যালাপ উপভোগ করেছেন নেটিজেনরা।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল