অ্যাপশহর

হল না স্বপ্নপূরণ, টোকিয়ো অলিম্পিক থেকে বিদায় বাংলার প্রণতির

দেশের জিমন্যাস্টিক্সের ব্যাটন ছিল প্রণতি নায়েকের হাতে। কিন্তু হতাশ করলেন এই বাঙালি জিমন্যাস্ট। দ্বিতীয় রাউন্ডে উঠতেই ব্যর্থ প্রণতি নায়েক (Pranati Nayek)।

Lipi 25 Jul 2021, 10:58 am
এই সময় ডিজিটাল ডেস্ক : ভারতীয় জিমন্যাস্টিক্সকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন দীপা কর্মকার। রিও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। ফাইনালে পৌঁছেও শেষরক্ষা হয়নি। চতুর্থ স্থানে শেষ করেছিলেন। পদক না পেলেও তাঁর জন্য গর্বিত হয়েছিলেন দেশবাসী। টোকিয়ো অলিম্পিকে খেলার ছাড়পত্র পাননি দীপা কর্মকার। দেশের জিমন্যাস্টিক্সের ব্যাটন ছিল প্রণতি নায়েকের হাতে। কিন্তু হতাশ করলেন এই বাঙালি জিমন্যাস্ট। দ্বিতীয় রাউন্ডে উঠতেই ব্যর্থ প্রণতি নায়েক।
EiSamay.Com Pranati Nayek
টোকিয়ো অলিম্পিকে ব্যর্থ প্রণতি নায়েক


আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অলিম্পিকে সুযোগ পেয়েছিলেন প্রণতি। পরের রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন পর্বে সাবডিভিশন ১–এ ১২ নম্বরে শেষ করেন দীপা। তাঁর মোট সংগৃহীত স্কোর ৪২.‌৫৬৫। প্রতিটি সাবডিভিশন থেকে ৮ জন করে জিমন্যাস্ট দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পাবেন। কিন্তু প্রণতি প্রথম আটের মধ্যে জায়গা করে নিতে পারেননি।

ফ্লোর এক্সারসাইজে ১০.‌৬৩৩ পয়েন্ট সংগ্রহ করেন প্রণতি। এর মধ্যে ডিফিকাল্টিতে ৪.‌৪ ও একজিকিউশনে ৬.‌২৩৩। তুলনামূলকভাবে ভল্টে বেশি পয়েন্ট তুলে নেন। ভল্টে তিনি সংগ্রহ করেন ১৩.‌৪৬৬। ডিফিকাল্টিতে ৫ ও একজিকিউশনে ৮.‌৪৬৬। আনইভেন বারে ৯.‌০৩৩ পয়েন্ট সংগ্রহ করেন। এর মধ্যে ডিফিকাল্টিতে ৪.‌১ ও একজিকিউশনে ৪.‌৯৩৩। এই বিভাগে ২৩ জন প্রতিযোগীর মধ্যে ২২ নম্বরে শেষ করেন প্রণতি। ব্যালান্স বিমে সংগ্রহ করেন ৯.‌৪৩৩ পয়েন্ট।

ডিফিকাল্টিতে ৪.‌৫ ও একজিকিউশনে ৪.‌৯৩৩ সব সব মিলিয়ে তাঁর স্কোর দাঁড়ায় ৪২.‌৫৬৫। প্রথম সাবডিভিশনে তিনি শেষ করেন ১২ নম্বরে। সবচেয়ে বড় কথা সুযোগ থাকলেও দ্বিতীয়বার ভল্ট নেননি। অথচ ছোট থেকে এই ভল্টেই জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতে এসেছেন প্রণতি।

যে কোনও জিমন্যাস্টের আসল অস্ত্র হল ভল্ট। এই ভল্ট থেকেই আন্তর্জাতিক পদক আসে। ২০১৪ কমনওয়েলথ গেমস, ২০১৫ এশিয়ান গেমসে এই ভল্ট থেকেই ব্রোঞ্জ জিতেছিলেন দীপা। ২০১৬ অলিম্পিক টেস্ট ইভেন্টে ও ২০১৮ তুরস্ক বিশ্বকাপে সোনা জিতেছিলেন। প্রণতি নায়েকের প্রথম আন্তর্জাতিক পদক এসেছিল এই ভল্ট থেকেই। ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। সেই ভল্টেই টোকিয়োতে সর্বোচ্চ পয়েন্ট তুলে নিয়েও শেষরক্ষা হল না। ‌‌

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল