অ্যাপশহর

প্রথম সোনা জেতার পর ফিজিতে বাঁধভাঙা উল্লাস

কলকাতার যে কোনও জনবহুল জায়গা ধরে নিন, এই দেশটির চেয়ে জনসংখ্যা সেখানে বেশি হবে। হবেই। সেই দেশ শুক্রবার ইংল্যান্ডকে হারিয়ে রাগবিতে সোনা জিতল।

EiSamay.Com 12 Aug 2016, 10:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতার যে কোনও জনবহুল জায়গা ধরে নিন, এই দেশটির চেয়ে জনসংখ্যা সেখানে বেশি হবে। হবেই। সেই দেশ শুক্রবার ইংল্যান্ডকে হারিয়ে রাগবিতে সোনা জিতল। শুধু জেতেইনি, প্রতিপক্ষকে একেবারে চূর্ণ করে (৪৩-৭) জিতেছে। ফিজির এই অসাধারণ সাফল্যে আনন্দে আত্মহারা সে দেশের নাগরিক।
EiSamay.Com fiji erupted in celebration after they won their first olympic medal
প্রথম সোনা জেতার পর ফিজিতে বাঁধভাঙা উল্লাস


দেশের মোট জনসংখ্যা মাত্র ৯ লক্ষ। এই ছোট্ট দেশই এখন রাগবির ‘হার্লেম গলট্রটার্স’। ১৯৫৬ সাল থেকে অলিম্পিকে অংশ নিচ্ছে ফিজি। কিন্তু এত দিন পর্যন্ত পদকের ঝুলি শুন্যই ছিল। সোনা দিয়েই প্রথম পদকের স্বপ্ন বাস্তবে পরিণত হল। ফিজিতে মাত্র একটি খেলার দিকেই যাবতীয় উত্সাকহ। সেটা হল রাগবি। এটা ঠিক খেলা নয়, দেশের মানুষের কাছে রাগবি যেন ধর্ম।

তাই খেলায় জেতার পর থেকেই দেশজুড়ে উত্স বে মেতেছেন সকলে। রাস্তায় নেমে, মাঠে জড়ো হয়ে সকলে এক সঙ্গে উত্সজবে সামিল হয়েছেন। গাড়িতে সকলে দেশের পতাকা লাগিয়ে ছুটছেন। এ দেশে লোক সংখ্যা ১৩০ কোটি। আপাতত এই অলিম্পিকে একটি পদকের আশায় হা-পিত্যেশ করে বসে রয়েছেন দেশবাসী।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল