অ্যাপশহর

আজ তৃতীয় পদকের আশায় যোগেশ্বরের দিকে তাকিয়ে দেশ

রিও অলিম্পিকের শেষ দিনে আরও একবার কি শিকে ছিঁড়বে ভারতের ভাগ্যে? রবিবার গোটা দেশ তাকিয়ে কুস্তিগীর যোগেশ্বর দত্তের দিকে। সব ঠিক থাকলে গত অলিম্পিকে ব্রোঞ্জজয়ী যোগেশ্বরের এবার সোনা জেতার সম্ভাবনা প্রবল।

EiSamay.Com 21 Aug 2016, 2:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রিও অলিম্পিকের শেষ দিনে আরও একবার কি শিকে ছিঁড়বে ভারতের ভাগ্যে? রবিবার গোটা দেশ তাকিয়ে কুস্তিগীর যোগেশ্বর দত্তের দিকে। সব ঠিক থাকলে গত অলিম্পিকে ব্রোঞ্জজয়ী যোগেশ্বরের এবার সোনা জেতার সম্ভাবনা প্রবল। তা হলে ২০০৮-এ অভিনব বিন্দ্রার পরে যোগেশ্বর হবেন ব্যক্তিগত ইভেন্টে ভারতের দ্বিতীয় সোনাজয়ী অলিম্পিয়ান
EiSamay.Com can yogeshwar dutt end indias rio campaign with a third medal
আজ তৃতীয় পদকের আশায় যোগেশ্বরের দিকে তাকিয়ে দেশ


এটা যোগেশ্বরের চতুর্থ অলিম্পিক এবং খুব সম্ভবত এর পরে আর অলিম্পিকের আসরে দেখা যাবে না পুরুষদের কুস্তির ৬৫ কেজি ফ্রি স্টাইলের প্রতিযোগী যোগেশ্বরকে। চলতি অলিম্পিকে এখনও পর্যন্ত দুই মহিলা পদক এনেছে দেশের জন্য। কুস্তিতে সাক্ষী মালিকের হাত ধরে ব্রোঞ্জ এবং ব্যাডমিন্টনে সিন্ধু রূপো জিতেছেন। এবার কি সোনার পালা? গোটা দেশ তাকিয়ে যোগেশ্বরের দিকে।

ভারতের আর এক কুস্তিগীর নরসিংহ যাদবের ডোপ কেলেঙ্কারি নিয়ে কিছুটা চাপে রয়েছেন যোগেশ্বর দত্ত। নরসিংহ-কে প্রথম থেকেই সমর্থন করে আসছিলেন তিনি। এখন নরসিংহ দোষী প্রমাণিত হওয়ায় মানসিক ভাবে কিছুটা ধ্বস্ত যোগেশ্বর। তবু নিজের ইভেন্টের আগে যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা করছেন তিনি। যোগেশ্বরকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন দু-বারের অলিম্পিক পদকজয়ী সুশীল কুমার।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল