অ্যাপশহর

জানেন কি, রিওতে সোনা জিতেছেন এক 'বাঙালি' মেয়ে ?

বাঙালিদের জন্য সুখবর। রিওতে সোনা জয় এক বাঙালি জিমন্য়াস্টের।

EiSamay.Com 23 Aug 2016, 11:04 am
এই সময় ডিজিটাল ডেস্ক : অলিম্পিকে সাক্ষী, সিন্ধু, দীপাদের সাফল্য নিয়ে মাতোয়ারা দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী কুর্নিশ জানিয়েছে রিওতে ভারতীয় মহিলা শক্তির সাফল্যকে। বাদ নেই এ রাজ্যও। অলিম্পিকে সিন্ধুদের সাফল্য নিয়ে আলোচনার মাঝে উঠে আসছে সাম্প্রতিক সময়ে বাংলা থেকে যোগ্য অলিম্পিয়ান উঠে না আসার আক্ষেপ। কিন্তু, এর মাঝেও সুখবর 'বাঙালিদের' জন্য। রিদমিক জিমন্যাস্টিকসে রিওতে সোনা জয় করেছেন এক বাঙালি। নাম মার্গারিটা মামুন।
EiSamay.Com  a bengali borned gymnast won gold in rio
জানেন কি, রিওতে সোনা জিতেছেন এক 'বাঙালি' মেয়ে ?


খোলসা করে বললে, রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা আসলে বাংলাদেশি বংশোদ্ভূত। রিও অলিম্পিকে অল অ্যারাউন্ড ইভেন্টে সোনা জয় করেছেন তিনি। যা রুশদের পাশাপাশি বাঙালিদের কাছেও গর্ব।

কে এই মার্গারিটা ?

২০ বছর বয়সি এই জিমন্যাস্টের বাবা আবদুল্লা আল মামুন বাংলাদেশি নাগরিক। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার আবদুল্লা আশির দশকে রাশিয়ায় (তত্কালীন) পড়াশোনা করতে যান। পরে প্রাক্তন জিমন্যাস্ট আনার সঙ্গে বিয়ে হয় তাঁর। মস্কোতে জন্ম হলেও জুনিয়র লেভেলে অল্প সময়ের জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন মার্গারিটা। চলতি বছরে বাকুতে অনুষ্ঠিত বিশ্বকাপে অল অ্যারাউন্ড ইভেন্টে রেকর্ড করেন মার্গারিটা। অলিম্পিকের আসরে বিশ্ব চ্যাম্পিয়ন ইয়ানা কুদ্রিয়াভসেভা ও ইউক্রেনের হানা রিজাদিনোভাকে হারিয়ে সোনা জয় করেন মার্গারিটা। তাঁর স্কোর ৭৬.৪৮৩।

পদক জিতে তরুণ জিমন্যাস্টের প্রতিক্রিয়া, 'সত্যিই অপ্রত্যাশিত ছিল।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল