অ্যাপশহর

রিয়েল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জিনেদিন জিদান

UEFA চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বের সেমিফাইনালে চেলসির কাছে হারের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন জিনেদিন জিদান। লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচের পর সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন।

Lipi 27 May 2021, 12:05 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : বেশ কয়েকমাস ধরেই জল্পনা চলছিল। চলতি মরশুম শেষেই রিয়েল মাদ্রিদের দায়িত্ব ছাড়বেন জিনেদিন জিদান। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন এই ফরাসি কোচ। রিয়েল কর্তাদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। একই সঙ্গে রিয়েল মাদ্রিদে তাঁর দ্বিতীয় ইনিংসের পরিসমাপ্তি ঘটল। যদিও রিয়েল মাদ্রিদের পক্ষ থেকে জিদানের পদত্যাগের ব্যাপারে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
EiSamay.Com Zidane
জিনেদিন জিদান


UEFA চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বের সেমিফাইনালে চেলসির কাছে হারের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচের পর সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। ফুটবলার ও দলের সাপোর্ট স্টাফদেরও জানিয়ে দিয়েছিলেন যে তিনি ক্লাবের দায়িত্ব ছাড়ছেন।

২০১৬ সালে রিয়েল মাদ্রিদের দায়িত্ব নেন জিদান। প্রথমে ২ বছরের চুক্তি ছিল। ২০১৮ সালে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। ২০১৯–তে আবার কোচের দায়িত্ব নেন ৪ বছরের জন্য। স্প্যানিশ লিগ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত সাফল্য এনে দিয়েছেন দলকে। তিন–তিনবার দলকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব এনে দিয়েছেন। ২০১৬–১৭ মরশুমে লা লিগা জিতিয়েছিলেন। করোনা পরিস্থিতিতেও গত মরশুমে দলকে লা লিগায় চ্যাম্পিয়ন করেছিলেন। চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগায় ব্যর্থ। হতাশা থেকেই দায়িত্ব ছাড়ার কথা বলেছিলেন। যদিও তাঁর সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি আছে রিয়েল মাদ্রিদের।

গতবছর সেপ্টেম্বর থেকেই সমস্যা শুরু। করোনার জন্য ফুটবল বন্ধ থাকার পর আবার শুরু হতেই সামনের সারির ফুটবলারদের চোট–আঘাতের সঙ্গে লড়াই করতে হয়েছে জিদানকে। দলের বিভিন্ন সমস্যার সঙ্গে মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পিরেজের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল। ইউরোপিয়ান সুপার লিগে ক্লাবের যোগদানও মেনে নিতে পারেননি জিদান। দলের কয়েকজন তারকারও পূর্ণ সহযোগিতা পাননি। এইসব কারনেই তিতিবিরক্ত ছিলেন জিদান‌। যদিও অ্যাটলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে জেতার পর তিনি বলেছিলেন, ‘‌এখনই দায়িত্ব ছাড়ার কথা বলি কী করে। আগে মরশুম শেষ হোক তারপর জানাব।’‌

যদিও ক্লাবের পক্ষ থেকে জিদানকে থেকে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। শোনা যাচ্ছে মাদ্রিদ ছেড়ে তুরিনে যেতে পারেন জিদান। জুভেন্টাসের কোচ আন্দ্রে পিরলোর ভবিষ্যত অনিশ্চিত। কর্তারাও জিদানকে পেতে আগ্রহী। একসময় এই ক্লাবের জার্সি গায়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেছিলেন জিদান।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল