অ্যাপশহর

স্বাস্থ্যসাথীতেই চিকিৎসা হবে সুভাষ ভৌমিকের, আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

পিকে বন্দ্যোপাধ্যায়ের কোচিংয়ে উঠে এসে সাতের দশকে নিজের জাত চিনিয়েছিলেন। একের পরে এক ম্যাচ জেতান পারফরম্যান্স করেন। চোট নিয়েও দলকে জেতান। আশিয়ানের মত আন্তর্জাতিক ট্রফি দেন সুভাষ।

Lipi 21 Jan 2022, 9:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভালো নেই বাংলার প্রাক্তন ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। সুভাষ ভৌমিক দীর্ঘদিন ধরে সুগার এবং কিডনির অসুখে ভুগছেন। প্রায় সাড়ে তিন মাস তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হচ্ছে। ২৩ বছর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। পাশাপাশি গত কয়েকদিন ধরে বুকে সংক্রমণের জন্য তিনি ভর্তি আছেন একবালপুরের একটি নার্সিংহোমে।
EiSamay.Com Subhash Main
ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ সুভাষ ভৌমিক


শুক্রবার বিকেলে নবান্নে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর ঘরে সুভাষ ভৌমিকের ভবিষ্যৎ চিকিৎসার পরিকল্পনা নিয়ে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিকাশ পাঁজি, মনোরঞ্জন ভট্টাচার্য, বিদেশ বসু, মানস ভট্টাচার্য সহ বেশ কয়েকজন বাংলার প্রাক্তন ফুটবলার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন IFA-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত, মহামেডান স্পোর্টিং ক্লাবের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কামারউদ্দিন, ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার। সভায় উপস্থিত ছিলেন মেডিকা হাসপাতালের ডিরেক্টর সহ তাঁর মেডিক্যাল টিম এবং সুভাষ ভৌমিকের পুত্র অর্জুন।

ওই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী দিনে বর্তমান হাসপাতাল থেকে কোভিড ব্যাধি অতিক্রম করে মেডিকা হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু করা হবে। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেই সুভাষ ভৌমিকের চিকিৎসা হবে মেডিকা হাসপাতালে। মেডিকা হাসপাতালের চিকিৎসকদের একটি হাইপ্রোফাইল দল খতিয়ে দেখছে তাঁর কিডনি ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারটি। এটি যথেষ্ট খরচ সাপেক্ষ। শুক্রবার এই জরুরি বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাঁর কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে যদি স্বাস্থ্য সাথী কার্ডের পরেও অর্থের প্রয়োজন হয়, তবে IFA সহ কলকাতা তিন প্রধান তাঁর পাশে দাঁড়াবে। ব্যক্তিগতভাবে বিদগ্ধ ওই কোচের পাশে থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। তিনি বলেন, সুভাষ ভৌমিকের মত ব্যক্তিত্ব বাংলা ফুটবলের নক্ষত্র। তাঁর পাশে রয়েছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিকের চিকিৎসার জন্য চল্লিশ হাজার টাকার ওষুধ ক্রীড়ামন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা ফুটবল মহলের তরফ থেকেও সুভাষ ভৌমিকের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

সাতের দশকে কলকাতার মাঠ কাঁপানো ফুটবলার ছিলেন এই সুভাষ ভৌমিক। কয়েকদিন আগে তাঁর ছেলে অর্জুন ভৌমিককে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'বাবা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন কিন্তু গত কয়েকদিন ধরে অবস্থা খুবই খারাপ দিকে যায়। তবে আগের থেকে এখন একটু ভালো আছেন। পরিচিতরা ফোন করে খবর নিচ্ছে।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল