অ্যাপশহর

নতুন চুক্তিপত্রে সই না হলে ইস্টবেঙ্গলে বিনিয়োগ করবে না শ্রী সিমেন্ট

২০২০ আইএসএল মরশুমে একেবারে জঘন্য পারফরম্যান্স করেছিল এসসি ইস্টবেঙ্গল। এরপর সামনের মরশুমে আর শ্রী সিমেন্ট বিনিয়োগ করবে কী না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে ঝামেলা বেধেছে অন্য জায়গায়। নতুন চুক্তিপত্রে সই করতে চাইছে না এসসি ইস্টবেঙ্গল।

Lipi 9 May 2021, 6:44 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : সামনের মরশুমের জন্য দলবদলের ব্যাপারে অন্য দলগুলি বেশ কয়েক কদম এগিয়ে গেছে। অথচ লগ্নিকারী সংস্থার সঙ্গে চুক্তিপত্রে সই করা নিয়ে এখনও জট কাটল না ইস্টবেঙ্গলের। ফলে নতুন মরশুমে দলগঠন প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। যতক্ষণ লাল-হলুদ কর্তারা চূড়ান্ত চুক্তিপত্রে সই না করবেন, ততক্ষণ পর্যন্ত নতুন মরশুমের জন্য বিনিয়োগ করবে না লগ্মিকারী সংস্থা শ্রী সিমেন্ট।
EiSamay.Com SC East Bengal
এসসি ইস্টবেঙ্গল


২৪ মার্চ শ্রী সিমেন্টের পক্ষ থেকে ইস্টবেঙ্গলকে চিঠি দিয়ে চূড়ান্ত চুক্তিপত্রে সই করার কথা বলা হয়। চুক্তিপত্রের সঙ্গে টার্মশিটও পাঠানো হয়েছিল। কিন্তু লাল-হলুদ কর্তারা সেই চূড়ান্ত চুক্তিপত্রে সই করেননি। তাঁদের দাবি, প্রাথমিক চুক্তিপত্রের সঙ্গে সঙ্গে চূড়ান্ত চুক্তিপত্রে অসঙ্গতি রয়েছে। কোন কোন জায়গায় অসঙ্গতি রয়েছে, তা লগ্নিকারী সংস্থার পক্ষ থেকে জানতে চাওয়া হয়। ক্লাবের পক্ষ থেকে চিঠির প্রাপ্তি স্বীকার করা হয় এবং লগ্নিকারী সংস্থার সঙ্গে আলোচনায় বসারও ইঙ্গিত দেয়। শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুর বলেন, প্রাথমিক চুক্তিপত্রের সঙ্গে চূড়ান্ত চুক্তিপত্রে কোথাও কোনও পার্থক্য নেই। ইস্টবেঙ্গল ক্লাবের বক্তব্য ভিত্তিহীন।

২৮ এপ্রিল ইস্টবেঙ্গল কর্তারা শ্রী সিমেন্টের চিঠির উত্তর দেন। তাঁরা লগ্নিকারী সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের কথা বলেছিলেন। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে জট খুলতে পারে বলে ওয়াকিবহল মহলের ধারণা। দুই পক্ষই নরম মনোভাব দেখাতে চলেছে। লগ্নীকারী সংস্থাও আলোচনায় বসতে ইচ্ছুক। ইস্টবেঙ্গল কর্তাদের মনোভাব বুঝতে শ্রী সিমেন্টের পক্ষ থেকে আবার ইস্টবেঙ্গলকে চিঠি পাঠানো হচ্ছে। একই সঙ্গে লাল-হলুদ কর্তারা কবে চুক্তিপত্রে সই করবেন, সেই ব্যাপারেও জানতে চাওয়া হবে। তারপর সামনের মরশুমের জন্য দলগঠনের প্রক্রিয়া ঠিক হবে।

যদি ইস্টবেঙ্গল কর্তারা চূড়ান্ত চুক্তিপত্রে সই না করেন, তাহলে ফুটবলারদের রিলিজ় করে দেওয়া হবে। কাউকে জোর করে আটকে রাখা হবে না। লগ্নিকারী সংস্থার পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল গতবছর সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে প্রাথমিক চুক্তিপত্রে সই করা হয়েছিল, তাকেই মান্যতা দিতে হবে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল