অ্যাপশহর

তৈরি হল কলকাতা লিগের গ্রুপ, না খেললে অবনমনে পড়তে হবে ইস্টবেঙ্গলকে

চূড়ান্ত চুক্তিপত্রে সই না হওয়ায় এখনও দল গঠনের কাজে হাত দেয়নি ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের কর্তারা। ফলে কলকাতা লিগে দল নামানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদি শেষ পর্যন্ত দল না নামায়, অবনমনের মুখে পড়তে হবে লাল-হলুদকে।

Lipi 12 Jul 2021, 9:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : কিছুদিন আগেই প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলির কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল IFA। বৈঠকে ঠিক হয়েছিল, আগস্টের মাঝামাঝি শুরু হবে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন। প্রিমিয়ার ডিভিশনের দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করে এবছর লিগ হবে। সোমবারই হয়ে গেল গ্রুপ বিন্যাস। ইস্টবেঙ্গলকে গ্রুপে রাখা হলেও লাল-হলুদ খেলবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। আর যদি শেষ পর্যন্ত এই লিগে ইস্টবেঙ্গল দল না নামায়, তাহলে অবনমনের আওতায় পড়তে হবে।
EiSamay.Com East Bengal
সমর্থকেদের প্রত্যাশা কী পূরণ করতে পারবেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা?


১ জুলাই প্রিমিয়ার লিগের দলগুলির বৈঠকে ইস্টবেঙ্গলের কোনও প্রতিনিধি হাজির ছিলেন না। গ্রুপ বিন্যাসের জন্য সোমবার আবার বৈঠক ডেকেছিল IFA। চুক্তিপত্র সই করা নিয়ে বিতর্ক না মেটায় এদিনের বৈঠকেও ইস্টবেঙ্গলের কোনও প্রতিনিধি হাজির ছিলেন না। লালহলুদকে রেখেই গ্রুপ বিন্যাস করা হয়েছে। ইস্টবেঙ্গলের সঙ্গে ‘‌এ’‌ গ্রুপে রয়েছে মহমেডান স্পোর্টিং, ইউনাইটেড স্পোর্টস, ভবানীপুর ক্লাব, সাদার্ন সমিতি, বিএসএস স্পোর্টিং, রেলওয়ে এফসি। অন্যদিকে ‘‌বি’‌ গ্রুপে রয়েছে এটিকে মোহনবাগান, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, পিয়ারলেস, খিদিরপুর ও কাস্টমস।

চূড়ান্ত চুক্তিপত্রে সই না হওয়ায় এখনও দল গঠনের কাজে হাত দেয়নি ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের কর্তারা। ফলে কলকাতা লিগে দল নামানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদি শেষ পর্যন্ত দল না নামায়, অবনমনের মুখে পড়তে হবে লালহলুদকে। IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘‌এদিন ব্যক্তিগত কারণে এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার বৈঠকে হাজির থাকতে পারেননি। আমরা চাই ইস্টবেঙ্গল লিগে খেলুক। যদি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল না খেলে তাহলে ওরা একেবারে নীচে চলে যাবে। যদি সব ডিভিশনের খেলা হয়ে তাহলে অবনমন থাকবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী ইস্টবেঙ্গলকে অবনমনের আওতায় পড়তে হবে।’‌ IFA ইস্টবেঙ্গলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য এক সপ্তাহ সময় দিয়েছে। লালহলুদ শিবিরকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ইস্টবেঙ্গলকে নিয়ে ধোঁয়াশা থাকলেও এটিকে মোহনবাগান পূর্ণশক্তির দল নামানোর সিদ্ধান্ত নিয়েছে।

পরের খবর