অ্যাপশহর

শক্ত গাঁট বেঙ্গালুরু, নতুন বছরে জিততে মরিয়া ইস্টবেঙ্গল

হায়দরাবাদ FC-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর দিয়াজকে বিদায় জানিয়েছে দল। এরপর মারিও রিভেরাকে কোচ হিসেবে নিয়োগ করেছে। কিন্তু কোয়ারেন্টিনের নিয়মে তিনি বর্তমানে নিভৃতবাসে আছে।

EiSamay.Com 4 Jan 2022, 4:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পরপর আট ম্যাচ হারের পর আজ বেঙ্গালুরু FC-র বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। নতুন বছর থেকে নতুন করে শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে তারা। সহকারি কোচ রেনেডি সিংয়ের তত্ত্বাবধানে নামবে লাল হলুদ। হারের দায় নিয়ে ইতিমধ্যেই বিদায় নিয়েছে দিয়াজ। বছরের প্রথম ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না লাল হলুদ।
EiSamay.Com East Bengal Practice main
বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলন ইস্টবেঙ্গলের, ছবি সৌজন্য - Twitter/SC East Bengal


সাত ম্যাচ পর গত ম্যাচে চেন্নাইন এফসিকে ৪-২ গোলে হারিয়েছে বেঙ্গালুরু। তারা সেই ধারা বজায় রাখতে চাইবে এই ম্যাচে। অন্যদিকে ইস্টবেঙ্গল চাইবে প্রথম জয়টা পেতে। ফলে আজকের ম্যাচটা দুই দলের কাছেই অস্তিত্বরক্ষার।

হায়দরাবাদ FC-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর দিয়াজকে বিদায় জানিয়েছে দল। এরপর মারিও রিভেরাকে কোচ হিসেবে নিয়োগ করেছে। কিন্তু কোয়ারেন্টিনের নিয়মে তিনি বর্তমানে নিভৃতবাসে আছে। এরপর তিনি বায়োবাবলে প্রবেশ করতে পারবেন। ফলে আজকের ম্যাচে দলের দায়িত্ব রেনেডি সিংয়ের হাতেই। অন্তর্বতী কোচ মনে করেন, দল মানসিকভাবে চাঙ্গা, ফলে খুব সহজেই জয়লাভ করতে পারবে।

বেঙ্গালুরু FC-তে নতুন করে কোনও চোটের খবর নেই। প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে কোচ জানান একথা। কিন্তু আকাশদীপ সিং, হরমনপ্রীত সিং ও অ্যামি মোরাজকারের চোট এখনও আছে। ব্যক্তিগত কারণে মঙ্গলবারের ম্যাচে থাকবেন না সার্থক গোলুই।

অন্যদিকে SC ইস্টবেঙ্গল যেন মিনি হাসপাতাল। এই ম্যাচে মাঠে নামবেন না আন্তোনিও পেরোসেভিচ। পাঁচ ম্যাচের সাসপেনশন রয়েছে তাঁর। ড্যারেন সিডোল ও ফ্র্যাঞ্চো প্রেস ম্যাচে থাকবেন না। কারণ তাঁরা সদ্য চোট সারিয়েছেন। রাজু গায়কোয়াড়ের চোট। তাঁর খেলার সম্ভবনাও যথেষ্ট কম। জ্যাকিচাঁদ সিং পেশির সমস্যা কাটিয়ে দলে ফিরতে পারেন।

হেড টু হেড

এরআগে দুবার মুখোমুখি হয়েছিল দুই দল। দুই দলই একবার করে জিতেছিল। প্রথম ম্য়াচে ২-০ তে জিতেছিল বেঙ্গালুরু ও লাল হলুদ জিতেছিল ১-০ গোলে।

টার্নিং পয়েন্ট

আজকের ম্যাচে একাধিক টার্নিং পয়েন্ট আছে।

প্রথম ৪৫ মিনিট

প্রথম অর্ধে গোল করার দিক থেকে তিন নম্বরে আছে বেঙ্গালুরু। তারা মোট ১০টা গোল করেছে। লাল হলুদ সবথেকে বেশি গোল খেয়েছে প্রথম অর্ধে। ১৮ গোলের মধ্যে তারা ১২টা গোল খেয়েছে প্রথম অর্ধে।

অপ্রত্যাশিত

ইস্টবেঙ্গল গত মরশুম এবং চলতি মরশুম মিলিয়ে ১২ ম্যাচ জয়ের মুখ দেখেনি। ISL-এর ইতিহাসে যা অনন্য নজির।

সেট পিস

শেষ ১০টা গোলের মধ্যে ৮ টা গোল বেঙ্গালুরু করেছে সেট পিস থেকে। শেষ ম্যাচে চারটের মধ্যে তিনটে গোল তারা করেছে সেট পিস থেকে। ফলে এবার লাল-হলুদকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল