অ্যাপশহর

পেরোসেভিচ,মার্সেলোকে নিয়ে হায়দরাবাদ ম্যাচে নামছে টিম মারিও

চলতি ISL মরশুমের প্রথমার্ধে SC East Bengal যে জঘন্য পারফরম্যান্স করেছিল, সেসব আপাতত অতীত। নয়া কোচ মারিও রিভেরার জাদুদণ্ডে কার্যত ঘুরে দাঁড়িয়েছে লাল-হলুদ ব্রিগেড।

Lipi 24 Jan 2022, 7:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লিগের ১২ নম্বর ম্যাচে এসে নতুন কোচ মারিও রিভেরার হাত ধরেই মরসুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। প্রথম জয় পাওয়ার পরে স্বাভাবিকভাবেই দলের খেলোয়াড়রা খুশি। মারিও এসে দলের মেজাজটাই বদলে দিয়েছেন। এই পরিস্থিতে সোমবার লিগের অন্যতম সেরা দল হায়দরাবাদ FC-র মুখোমুখি হতে চলেছে লাল-হলুদ বাহিনী।
EiSamay.Com YXBwL3B1YmxpYy8vYXNzaWdubWVudC8yMDIyL0phbi9Bc3NpZ25tZW50SW1hZ2UtLTIwMjItMDEtMjQtNjFlZTdiYzdlYjQ0OC5qcGc=
ফুটবলারদের অনুশীলন করাচ্ছেন মারিও রিভেরা


ম্যাচের আগে সাংবাদিকদের উদ্দেশে মারিও বলেন, 'লিগের প্রথম জয় পেয়ে দল বেশ চনমনে রয়েছে। যখন আপনি জয়ের স্বাদ পান, অনুশীলনের পরিবেশও ভালো হয়ে যায়। যদিও গত ম্যাচের জয় আমাদের আগামী লড়াইকে সহজ করে তোলেনি, কিন্তু খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।'

নতুন স্ট্রাইকার মার্সেলোকে নিয়ে মারিও জানান,মার্সেলো এই ম্যাচে মাঠে থাকলেও শুরু থেকেই খেলবে না। দ্বিতীয়ার্ধে নামবে কি না, সেটাও এখন থেকে জানি না। তবে মাঠে নামার জন্য ও তৈরি। কিন্তু কত মিনিট ও খেলতে পারবে, তা পরখ করে দেখতে হবে। মার্সেলো সত্যিকারের একজন ভালো ফুটবলার। ভালো ফিনিশারও বটে। সেন্ট্রাল ব্যাকদের মাঝখান দিয়ে উঠতে পারে। ও এমন একজন খেলোয়াড়, যে অনেকক্ষণ বল পায়ে না পাওয়ার পরেও যদি একবার বক্সের মধ্যে বল পায়, তা হলে গোল করে দিতে পারে। ওর পায়ে হয়ত বেশিক্ষণ বল থাকবে না বা প্রচুর ড্রিবল করবে না। কিন্তু বল পেলেই সেখান থেকে গোল করে দিতে পারে, এমন স্ট্রাইকার। সত্যিই খুব ভাল ফুটবলার।'

প্রতিপক্ষ হায়দরাবাদকে নিয়ে মারিও জানান, ওরা এই লিগের অন্যতম সেরা দল। সম্ভবত ওদের দলের ভারসাম্য সবচেয়ে ভালো। আক্রমণে যেমন ওঠে, তেমনই ডিফেন্সও করে খুব ভালো। ওদের একজন ভালো কোচও আছেন। ভারতীয় ফুটবলের সঙ্গে উনি খুব দ্রুত মানিয়ে নিয়েছেন। খুব ভালো খেলছে ওরা। ওদের দলে সর্বোচ্চ স্কোরার (বার্থোলোমিউ ওগবেচে) রয়েছে। আমার কাছে ওরাই সবচেয়ে ব্যালান্সড দল।'

পেরোসেভিচ শাস্তি থেকে ফিরে অনেকদিন পরে মাঠে নামছে সেই বিষয়ে মারিও জানান, পেরোসেভিচ আমাদের অনেকটাই সাহায্য করবে। খুব ভালো মানের খেলোয়াড় ও। খুব দ্রুত উঠতে পারে। ফাইনাল পাসেও যথেষ্ট ভালো। ফলে গোল করার ও করানোর ক্ষেত্রে ও আমাদের যথেষ্ট সাহায্য করবে। ও আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়।' জানা গিয়েছে সোমবার এই ম্যাচে হাতে কালো ব্যান্ড পরে মাঠে নামবে ইস্টবেঙ্গল। সদ্য প্রয়াত প্রাক্তন ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিককে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত দলের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল