অ্যাপশহর

'খেলতে চাইলেও খেলতে পারছে না', দাবি নয়া ইস্টবেঙ্গল কোচ রিভেরার

প্রথম লেগে কোনও জয় না পেলেও এবার দ্বিতীয় লেগে জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চায় লাল-হলুদ ব্রিগেড। এখনও পর্যন্ত ১১ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে সর্বশেষ জায়গায় রয়েছে তারা।

Lipi 20 Jan 2022, 12:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা অতিমারির কারণে যখন ISL বেসামাল, এসসি ইস্টবেঙ্গল দলের অবস্থাও বোধহয় ঠিক তেমনই। বিগত ও চলতি মরশুমে নিয়ে ধরলে টানা ১৫টি ম্যাচে জয়ের মুখ দেখতে পায়নি লাল-হলুদ ব্রিগেড । এই অবস্থায় দলের লাখো-লাখো সমর্থকের ভেঙে পড়াই স্বাভাবিক। এই পরিস্থিতিতে দলের দায়িত্ব গ্রহণ করেছেন নতুন হেড কোচ মারিও রিভেরা। তিনি চান, এই কঠিন সময়ে সমর্থকেরা দলের পাশে থাকুন। সেইসঙ্গে এই প্রতিশ্রুতিও দিয়েছেন, লাল-হলুদ বাহিনীকে এই অবস্থা থেকে টেনে বার করে আনবেন। যেমন করেছিলেন দুই বছর আগের I-League টুর্নামেন্টে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, লিগের মাঝখানে দায়িত্ব নিয়ে ইস্টবেঙ্গলকে শেষ পর্যন্ত রানার্স করেন। তবে এবারের পরিস্থিতি যে আরও মারাত্মক, তা চোখ বন্ধ করা বলা যেতেই পারে।
EiSamay.Com sc east bengal is looking for victory says new coach mario rivera
'খেলতে চাইলেও খেলতে পারছে না', দাবি নয়া ইস্টবেঙ্গল কোচ রিভেরার


বুধবার FC গোয়ার বিরুদ্ধে তার কোচিংয়ে প্রথমবার নামবে ISL টুর্নামেন্টে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল। দলকে প্রথমবার অনুশীলন করানোর পরে তিনি বলেন, 'আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে। বেশিরভাগ সময়ই আমাদের কোয়ারান্টাইনে থাকতে হচ্ছে আর ঘরের মধ্যে ট্রেনিং করতে হচ্ছে। ফলে দলের ফুটবলাররা বেশি কিছু করতে পারছেন না। তবে ক্লাবের জন্য লড়াই করতে আমরা প্রস্তুত। নিজেদের সেরাটা দিয়ে সমর্থকদের জন্য প্রথম জয়টা তুলে আনতেই হবে আমাদের।' পাশাপাশি দল নিয়ে অনুশীলনে নেমে খুশি রিভেরা। তিনি বলেন, “মাঠে নামতে পেরে খুবই ভালো লাগছে। তবে দলের ছেলেরা বেশ কয়েকদিন অনুশীলন করতে পারেনি বলে একটা খারাপও লাগছে। তাদের আবার সেই গতি ও ছন্দে ফিরতে হবে। কাজটা সোজা হবে না। কারণ, ওরা খেলতে চাইলেও খেলতে পারছে না। তবে সব বাধা পেরোতে হবে আমাদের।'

প্রথম লেগে কোনও জয় না পেলেও এবার দ্বিতীয় লেগে জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চায় লাল-হলুদ ব্রিগেড। এখনও পর্যন্ত ১১ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে সর্বশেষ জায়গায় রয়েছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু গত চারটি ম্যাচে যে লড়াই তারা করেছে, তা সমর্থকদের মনে আশা জাগাতেই পারে। অনেকেই এই বিষয়ে একমত যে শুধুমাত্র ভালো ফরোয়ার্ডের অভাবে ইস্টবেঙ্গল গোল ও জয় পাচ্ছে না। দুই মরশুম আগে, ২০১৮-১৯ মরশুমে ৩২টি ম্যাচে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেহান্দ্রো মেনেন্দেজের সহকারী হিসেবে কাজ করেন রিভেরা। পরে আলেহান্দ্রো দায়িত্ব ছেড়ে দেওয়ায় তাঁকেই দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি সেই দল নিয়ে লিগ টেবলের দুই নম্বর পর্যন্ত উঠতে পেরেছিলেন। এ বারও তাঁকে ক্লাবের কঠিন সময় সামলানোর জন্যই ডেকে আনা হয়েছে। এখন দেখার মারিও সেই টার্গেটে সফল হন কি না।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল