অ্যাপশহর

মোহনবাগান চাপে, আমরা খেলব খোলা মনে: ইস্টবেঙ্গল কোচ রিভেরা

শনিবারের মহাসংগ্রাম। মুখোমুখি মাঠে নামছে SC ইস্টবেঙ্গল এবং ATK মোহনবাগান। এই ম্যাচ জিততে পারলেই মোহনবাগান লিগ টেবিলে শেষ চারে উঠে আসবে। অন্যদিকে ইস্টবেঙ্গল রয়েছে সবার শেষে।

Lipi 29 Jan 2022, 9:51 am
এই সময় ডিজিটাল ডেস্ক: চলতি ইন্ডিয়ান সুপার লিগে খুব একটা ভালো জায়গায় নেই SC ইস্টবেঙ্গল। একের পর এক ম্যাচে জিততে না পেরে, দলের মনোবল অনেকটাই নিচের দিকে রয়েছে। কিন্তু, ডার্বি ম্যাচের আগে হাল ছাড়তে নারাজ নতুন স্প্যানিশ কোচ মারিও রিভেরা। তিনি লাল-হলুদ ব্রিগেডের ফুটবলাদের পুরনো ডার্বি জয়ের ভিডিয়ো দেখিয়েই চাঙ্গা করতে চাইছেন। আলেহান্দ্রোর সহকারি হিসেবে মারিও খুব কাছ থেকে দেখেছেন যে ডার্বি ম্যাচে জয় পেলে দলের সমর্থকেরা ঠিক কতটা খুশি হন। এবার সেই সমর্থকদের আবেগকেই হাতিয়ার করতে চাইছন তিনি।
EiSamay.Com Rivera Main
লাল-হলুদ ব্রিগেডের হেডস্যার মারিও রিভেরা, ছবি সৌজন্য - Twitter/SC East Bengal


ইস্টবেঙ্গল দল একের পর এক খারাপ ফলাফল করে বিধ্বস্ত। সেই বিষয়ে মারিও জানান, "আমি বিদেশিদের সঙ্গে কথা বলে ওদের বোঝানোর চেষ্টা করছি যে দল এবং সমর্থকদের কাছে এই ম্যাচের গুরুত্ব কতটা। যুবভারতীতে আগের ডার্বিগুলোর ভিডিয়ো দেখিয়ে ওদের অনুপ্রাণিত করার চেষ্টা করছি। ওদের বোঝাতে চাইছি যে পরিবেশ কেমন থাকে। ওরাও মরিয়া ডার্বি জিততে। আশা করছি, ভালো ফল করব আমরা। ছেলেদের খোলা মনে খেলতে বলেছি। অতীতে কী হয়েছে, মনে রাখতে নিষেধ করেছি। এই প্রতিযোগিতায় অন্যতম সেরা আক্রমণভাগ ATK মোহনবাগানের। ওদের দৌড় থামিয়ে দিতে চাই এবং ফুটবলারদের বেশি পাস খেলতে দিতে চাই না। ওরা প্রথম চারে ওঠার জন্য খেলছে। চাপ ওদের উপরেই থাকবে। আমরা বরং অনেক খোলা মনে খেলতে পারব।"
হায়দরাবাদের বিরুদ্ধে চার গোল খেয়েও ডার্বি জয়ের স্বপ্নে বিভোর মারিও
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, "আমাদের দল অনেক জায়গাতেই উন্নতি করছে। আমাদের রক্ষণভাগ আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে। আমাদের আরও ধারাল হতে হবে। এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়াই আমাদের প্রধান লক্ষ্য। ATK মোহনবাগান প্রথম চারের জন্য লড়াই চালাচ্ছে। আমার মনে হয়, ওদের উপরেও একটা চাপ রয়েছে। তবে ডার্বি ম্যাচে সব সময়ই ৫-০-৫০ সম্ভাবনা থাকে।"
ডার্বির আগে নয়া চমক, স্প্যানিশ মিডিও SC ইস্টবেঙ্গলে
৪-২-৩-১ ফর্মেশনেই দল সাজাচ্ছেন মারিও। গোলে অরিন্দম। রক্ষণে অঙ্কিত, আদিল, ফ্রাঞ্জো, হীরা। ২ ব্লকার সৌরভ আর সিডৌল। মাঝমাঠে রফিক, মহেশ। অ্যাটাকিং মিডফিল্ডে পেরোসেভিচ আর সামনে মার্সেলো। যদিও ATK মোহনবাগানের হুগো বুমোস, লিস্টন কোলাসো, মনবীর সিং, ডেভিড উইলিয়ামসের মতো তারকারা আছেন। অন্যদিকে চোট আছে বাগানের রয় কৃষ্ণার। মারিও জানান, কৃষ্ণার তিনটে গত ডার্বিতেই গোল রয়েছে। তাই ওর না থাকা আমাদের স্বস্তি কিছুটা হলেও দেবে। তবে ওদের দল খুব শক্ত।একজনকে নিয়ে ভাবতে চাই না। ১৩ ম্যাচে ৬টা হার, ৬টা ড্র আর ১টা জয়। ঝুলিতে ৯ পয়েন্ট। লিগ টেবিলে সবার শেষে লাল-হলুদ ব্রিগেড। মারিওর কথায় উদ্বুদ্ধ হয়ে অন্তত ডার্বি জিতে সমর্থকদের আনন্দ দিতে পারে কিনা ইস্টবেঙ্গল ফুটবলাররা, এখন সেটাই দেখার!

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল