অ্যাপশহর

পারফরম্যান্সে অখুশি, ডার্বির আগে ATK মোহনবাগানকে সমীহ লাল-হলুদ কোচের

তবে দলের হেড কোচ মানোলো ডিয়াজ কিন্তু দলের এই পারফরম্যান্সে একেবারেই খুশি নন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রথম ৪৫ মিনিট দলের পারফরম্যান্স বেশ ভালো হলেও, দল হিসেবে পারফরম্য়ান্স আরও উন্নত করতে হবে।

EiSamay.Com 22 Nov 2021, 3:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চলতি ইন্ডিয়ান সুপার লিগ যাত্রা খুব একটা সুখকর হল না এসসি ইস্টবেঙ্গলের। রবিবার তিলক ময়দান স্টেডিয়ামে জামশেদপুর FC-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে লাল-হলুদ ব্রিগেড।
EiSamay.Com SC East Bengal
ইস্টবেঙ্গল দলের পারফরম্যান্সে একেবারে খুশি নন ডিয়াজ, ছবি সৌজন্য - টুইটার


২০২১-২২ মরশুমে প্রথম ম্যাচের প্রথমার্ধে শহরের এই শতাব্দীপ্রাচীন ক্লাব যথেষ্ট ভালো পারফরম্যান্স করলেও দ্বিতীয়ার্ধে তারা কিছুটা ব্যাকফুটে চলে আসে। বল দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিল ইস্পাতনগরী। বেশ কয়েকটা সুযোগও তারা তৈরি করেছিল।

তবে দলের হেড কোচ মানোলো ডিয়াজ কিন্তু দলের এই পারফরম্যান্সে একেবারেই খুশি নন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রথম ৪৫ মিনিট দলের পারফরম্যান্স বেশ ভালো হলেও, দল হিসেবে পারফরম্য়ান্স আরও উন্নত করতে হবে। এবার এই দিকটা তিনি কত তাড়াতাড়ি শুধরে ফেলতে পারেন, সেই দিকেই আপাতত তাকিয়ে থাকতে হবে।
নিষ্প্রভ চিমা, প্রথম ম্যাচেই জামশেদপুরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল
রবিবার ম্যাচের পর ডিয়াজ বললেন, 'আমরা (ইস্টবেঙ্গল) ম্যাচের প্রথমার্ধে যথেষ্ট ভালো খেলেছিলাম। আমাদের পায়ে বল ছিল। আমরা তুলনামূলক ভালো খেলেছিলাম। এক পয়েন্ট নিয়েই আমরা আপাতত খুশি। কারণ শুরুটা আমরা অনেকটাই দেরিতে করেছিলাম। তবে এই মুহূর্তে আমাদের খেলার মান আরও উন্নত করতে হবে।'

গত ম্যাচে দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যায়নি দলের ডিফেন্সিভ মিডফিল্ডার ড্যারেন সিডোয়েলকে। এই প্রসঙ্গে ডিয়াজ বললেন, 'আমাদের অনেকটা সময়ই নিভৃতবাসে কাটাতে হয়েছিল। ও (ড্যারেন সিডোয়েল) নিঃসন্দেহে একজন যথেষ্ট ভালো ফুটবলার।'
'এ চিমা, সে চিমা নয় রে পাগল', সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার লাল-হলুদ বিদেশি
আগামী শনিবার কলকাতা ডার্বি। উত্তেজনার গনগনে আঁচে ফুটছে শহর কলকাতা। আন্তোনিও হাবাস ব্রিগেড ইতিমধ্যেই প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৪-২ গোলে জয়লাভ করেছে। ফলে এই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেড যে ধারেভারে কিছুটা এগিয়ে থাকবে, তা বলা যেতেই পারে।

৫৩ বছর বয়সি ডিয়াজ স্পষ্ট বুঝতে পারছেন, কলকাতা ডার্বিতে ATK মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জয়লাভের রাস্তাটা খুব একটা সহজ হবে না।
চিমাকে সামনে রেখে ISL-এ গুটি সাজাচ্ছে লাল-হলুদ ব্রিগেড
সবশেষে লাল-হলুদের স্প্যানিশ কোচ বললেন, 'কলকাতা ডার্বিতে দলের ফুটবলারদের জাত চিনিয়ে দিতে হবে। একটা পরিকাঠামো গঠণ করতে হবে। এটিকে মোহনবাগান যথেষ্ট ভালো দল। এই দলটার অভিজ্ঞতা অেক বেশি। ইস্টবেঙ্গল দলটা ক্রমশ শক্তিশালী হচ্ছে। তবে ফুটবলারদের খেলার মান আরও উন্নত করতে হবে।'

পরের খবর