অ্যাপশহর

ইগোর লড়াইয়ে শেষপর্যন্ত ISL খেলা হবে না ইস্টবেঙ্গলের! হতাশ সমর্থকেরা

এটিকে মোহনবাগান যেখানে আগামী আইএসএল মরশুমের জন্য জনি কাউকোর মতো বিদেশি ফুটবলারকে সই করিয়ে ফেলল, সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত এসসি ইস্টবেঙ্গল চুক্তিপত্রেই সই করতে পারল না।

EiSamay.Com 16 Jul 2021, 9:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : শেষপর্যন্ত কি ইগোর লড়াইয়ে ইন্ডিয়ান সুপার লিগ টুর্নামেন্টে খেলতে পারবে না ইস্টবেঙ্গল ক্লাব। আপাতত পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে এমন সম্ভাবনাই যথেষ্ট প্রবল হয়ে উঠছে। আজ ক্লাব কর্তাদের মধ্যে একটা রুদ্ধদ্বার বৈঠক করা হয়। বৈঠকের শেষে সাংবাদিকদের জানানো হয়েছে, শ্রী সিমেন্টের পাঠানো চুক্তিপত্রে সই করা হবে না। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই লাল-হলুদ সমর্থকেরা প্রচন্ড হতাশ হয়ে পড়েছে।
EiSamay.Com East Bengal
চুড়ান্ত চুক্তিপত্রে সই করবে ইস্টবেঙ্গল ক্লাব


এটিকে মোহনবাগান যেখানে আগামী আইএসএল মরশুমের জন্য জনি কাউকোর মতো বিদেশি ফুটবলারকে সই করিয়ে ফেলল, সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত এসসি ইস্টবেঙ্গল চুক্তিপত্রেই সই করতে পারল না। বৈঠকের পর একটা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদস্য বিরোধী চুক্তিতে কোনওভাবেই সই করবে না ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাব সচিব কল্যাণ মজুমদার সমেত মোট ২৫ জন সদস্য এই বিষয়ে সহমত পোষন করেছেন। অবশেষে নিজেদের অবস্থানেই অনড় থাকল লাল-হলুদ। জানানো হয়েছে, এই চুক্তিপত্রে সই করা হলে ক্লাবের 'আত্মাভিমান' একেবারে নীচে এসে ঠেকবে। সেকারণেই দল এই 'ট্রেস পাসার্স উইল বি প্রসিকিউটেড' চুক্তিতে ক্লাব কখনই সই করবে না।

সামনের মরশুমের জন্য দল গুছিয়েই চলেছে এটিকে মোহনবাগান। অন্যদিকে ঘর ভেঙেই চলেছে ইস্টবেঙ্গলের। আদেও দল গঠন করতে পারবে কি না লাল-হলুদ শিবির তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন ফুটবলাররা। কেউই আর ভরসা করছেন না। তাই ফুটবলারদের মধ্যে অন্য দল খুঁজে নেওয়ার হিড়িক। আগেই লালহলুদ ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন মাত্তি স্টেইনম্যান। এবার ইস্টবেঙ্গল ছেড়ে অন্য ক্লাবে যোগ দিলেন ব্রাইট এনবাখারে।

গত মরশুমে আইএসএলে লালহলুদ জার্সি গায়ে চমক দিয়েছিলেন এই নাইজেরিয়ান ফুটবলার। কোচ রবি ফাউলারের হাত ধরে ইংল্যান্ডের কভেন্ট্রি সিটি ক্লাব থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন। আবার ফিরে গেলেন সেই পুরনো ক্লাবে। মঙ্গলবারই তাঁর সাথে চুক্তির কথা ঘোষণা করেছে কভেন্ট্রি সিটি। ব্রাইট এনবাখারের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি করেছে ইংল্যান্ডের এই ক্লাব।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল