অ্যাপশহর

নয়া অধ্যায়ের সন্ধিক্ষণে কলকাতা ময়দান, কী করছেন বাংলার প্রথম I League জয়ী কোচ Sanjay Sen?

যদি শনিবার যুবভারতীতে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) গোকুলামকে হারায়, তাহলে বাংলায় তৃতীয়বার আই লিগ (I League) ঢুকবে। কিন্তু রাশিয়ার আন্দ্রে চেনশভ আই লিগ জিতবেন। এর আগে শেষবার মোহন বাগানকে আই লিগে চ্যাম্পিয়ন করান স্প্যানিশ কোচ কিবু ভিকুনা (Kibu Vicuna)। ২০১৯-২০ মরশুমে। কিন্তু বাঙালি কোচ হিসাবে সঞ্জয়ই (Sanjay Sen) প্রথম এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 14 May 2022, 6:08 pm
কলকাতার দুই প্রধান ISL টুর্নামেন্ট খেলতে চলে আসায়, I League এখন কার্যত দুয়োরানি। তবে এই আই লিগই ভারতবর্ষের বুকে দিনের পর দিন একের পর এক সমৃদ্ধ ফুটবলার জন্ম দিয়েছে। শুধু ফুটবলার কেন, কত কোচকেও তো প্রতিষ্ঠা দিয়েছে এই আই লিগই। যেমন কলকাতার চেতলার সঞ্জয় সেন। ২০১৫-১৬ আই লিগে মোহন বাগানকে আই লিগে চ্যাম্পিয়ন করেন। কলকাতার বুকে তিনিই প্রথম আই লিগ আনেন। এর আগে মহমেডানকে IFA শিল্ড জেতালেও প্রতিষ্ঠা পাননি। কিন্তু, গঙ্গাপাড়ের ক্লাবে শক্তিশালী বেঙ্গালুরুকে হারিয়ে ট্রফি আনেন তিনিই। পরের দুই মরশুম মোহনবাগানে থাকলেও একবার রানার্স করেন আর একবার কিছুই করতে পারেননি। এরপর ATK গোষ্ঠীর সঙ্গে ISL চুক্তিবদ্ধ হন কলকাতার সঞ্জয়। তবে হাবাসের সহকারি হিসেবে খুব একটা খুশি ছিলেন না। সেই কারণে নিজে থেকেই চাকরি ছাড়েন।
আত্মবিশ্বাসী মহমেডান স্পোর্টিং ক্লাব

"চাপ নিও না, সব ঠিক হবে", Mohammedan SC-তেই ভরসা Mehtab Hossain-এর
যদি শনিবার যুবভারতীতে মহামেডান স্পোর্টিং গোকুলামকে হারায়, তাহলে বাংলায় তৃতীয়বার আই লিগ ঢুকবে। কিন্তু রাশিয়ার আন্দ্রে চেনশভ আই লিগ জিতবেন। এর আগে শেষবার মোহন বাগানকে আই লিগে চ্যাম্পিয়ন করান স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। ২০১৯-২০ মরশুমে। কিন্তু বাঙালি কোচ হিসাবে সঞ্জয়ই প্রথম এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
I-League: অনন্য নজিরের সামনে দীপেন্দু
বাংলায় আই লিগ জেতালেও ইন্ডিয়ান সুপার লিগে শীর্ষ কোচ হওয়ার সুযোগ আসেনি সঞ্জয় সেনের সামনে। সেকারণে ইতিপূর্বে তিনি হতাশাও জাহের করেছিলেন বেশ কয়েকবার। তবে সব ভুলে যেতে চান। তাই তো এইসময় ডিজিটাল কে তিনি জানালেন, "দেখুন, আমি আই লিগ নিয়ে কোনও খোঁজখবর রাখছি না। পঞ্জাবে একটা দলের সঙ্গে অনুশীলনে আছি। আর সেখানে মন দিচ্ছি। আর কিছু বলতে পারবো না।" কথাগুলো হয়ত রাগের বহিঃপ্রকাশ! যেভাবে সুব্রত ভট্টাচাৰ্য, সুভাষ ভৌমিকদের দিনের পর দিন ফেডারেশন ব্রাত্য করে রেখেছিল, সঞ্জয়ের সঙ্গেও কি একই ঘটনা ঘটছে না, তা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন।
জিততেই হবে মহমেডানকে, আজ বাংলার সম্মানের লড়াই: রহিম নবি
ইন্ডিয়ান সুপার লিগের দিকে যদি তাকানো যায়, তাহলে শুধু একমাত্র খালিদ জামিলই ভারতীয় কোচ। এছাড়া সব বিদেশি। তাহলে কি দেশি কোচেরা এভাবে তলিয়ে যাবে! সন্তোষ ট্রফি ফেডারেশনের সোশ্যাল নেটওয়ার্ক সাইটে দেখানো হয়েছিল। গোটা টুর্নামেন্টে আই লিগ ধারাবাহিকভাবে ডি স্পোর্টস চ্যানেলে দেখানোর কথা থাকলেও হয়নি ফাইনাল দেখানো হবে, কি না সেটাও কেউ জানে না!
মহামেডানের হয়ে গলা ফাটাতে তৈরি মোহন-ইস্ট
মহমেডান আই লিগ জিতলেও হয়ত এবার সোজাসুজি ISL-এ সরাসরি পৌঁছে যেতে পারবে না। কিন্তু, একটা প্রক্রিয়া তৈরি হয়ে যাবে। ভারতীয় ফুটবল আই লিগ আদৌ থাকবে কি না, সেটাও কেউ জানে নাষ আর সঞ্জয় সেনরাও আর ভারতীয় ফুটবলে উঠে আসবেন কি না সেটাও অজানা।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল