অ্যাপশহর

মধ্যরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, তেতে উঠছে প্যারিস

শনিবার রাতে প্যারিসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে লিভারপুল। মেগা ফাইনাল ঘিরে উত্তেজনা স্তেদ দে ফ্রান্সে।

Produced bySoumya Ganguly | EiSamay.Com 28 May 2022, 1:18 pm
শনিবার ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। মুখোমুখি হচ্ছে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ৬ বারের বিজয়ী লিভারপুল। এই দুই দল শেষবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০১৭-১৮ মরসুমে। সেবার ৩-১ গোলে জয় পায় রিয়াল। সেই ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় লিভারপুলের তারকা স্ট্রাইকার মহম্মদ সালাহকে। সে কথা মনে রেখেছেন মিশরের এই ফুটবলার। তিনি এবার বদলা নেওয়ার হুঙ্কার ছেড়েছেন। পাল্টা কটাক্ষ করেছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার দানি কার্ভাহাল। তাঁর দাবি, ফের হারবে লিভারপুল।
EiSamay.Com FotoJet
শনিবার গভীর রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ছবি সৌজন্যে Twitter@ChampionsLeague


চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার পর ট্যুইট করে সালাহ বলেন, ‘আমাদের হিসেব মেটাতে হবে।’ এরপর তিনি লেখেন, ‘আমাদের বদলা নেওয়ার সময় এসেছে।’ এরই জবাবে কার্ভাহালের কটাক্ষ, ‘সালাহ বা লিভারপুল বদলা নেওয়ার জন্য মাঠে নামবে কি না আমি জানি না, তবে এটা সত্যি যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারলে সেই দলের বিরুদ্ধে ফের খেলার সুযোগ খোঁজে সব দল। যে দলের কাছে তারা হেরেছিল, সেই দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে চায় সব দল। আশা করি রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের বোঝা সালাহ বা লিভারপুলের পক্ষে খুব বড় কিছু হয়ে উঠবে না।’

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। অনেক পিছিয়ে লিভারপুল। তবে অতীত রেকর্ডের কথা মাথায় রাখছেন না সালাহ, সাদিও মানে, ফ্যাবিয়ানোরা। তাঁরা এবার রিয়ালকে হারিয়ে সপ্তম খেতাব জিততে মরিয়া।

রিয়াল অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের আধিপত্য কোনওভাবেই ছাড়তে রাজি নয়। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে পিছিয়ে থেকেও যেভাবে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে স্পেনের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন দলটি, তাতে করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, রডরিগোদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। অসাধারণ ফর্মে বেনজেমা, ভিনিসিয়াস। তাঁদের এই ফর্মই রিয়ালকে ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাচ্ছে।

এই মরসুমে অবশ্য লিভারপুল দুর্দান্ত ফর্মে। লিগ কাপের পর এফএ কাপও জিতে নিয়েছেন সাহাল, মানেরা। এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেই মরসুম শেষ করতে চান তাঁরা। এই স্বপ্নের পথে বাধা রিয়াল। শনিবার রাতে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবলবিশ্ব। তার আগে সালাহ-কার্ভাহালের কথার লড়াইয়ে তেতে উঠছে দুই শিবির। বারুদে অগ্নিসংযোগের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ফাইনালের রাতে বিস্ফোরণের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
লেখকের সম্পর্কে জানুন
Soumya Ganguly

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল