অ্যাপশহর

কে পাচ্ছেন এবারের ব্যালন ডি'অর খেতাব? ভাইরাল পোস্টে বাড়ছে জল্পনা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি তালিকা ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে তালিকায় কে কত ভোট পেয়েছেন। সেই তালিকায় অনুযায়ী শীর্ষে আছেনবায়ার্ন মিউনিখের ফরওয়ার্ড রবার্ট লেওনডস্কি।

Lipi 28 Oct 2021, 5:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্ব ফুটবলের সেরা কে তা জানার জন্য প্রতিবছর ব্যালন ডি'অরের দিকে তাকিয়ে থাকেন ফুটবল ভক্তরা। ঠিক আর একমাস পর অর্থাৎ ২৯ নভেম্বর প্যারিসের চ্যাটেলেট থিয়েটারে অনুষ্ঠিত হবে ব্যালন ডি'অরের অনুষ্ঠান। সেখানেই জানা যাবে কে হলেন সেরা। দীর্ঘদিন ধরেই মেসি (Lionel Messi), রোনাল্ডোর (Cristino Ronaldo) দখলে রয়েছে ব্যালন ডি'অর (Ballon d'Or)। এখনও পর্যন্ত লিওনেস মেসির সর্বাধিক ৬ বার ব্যালন ডি'অর জিতেছেন। রোনাল্ডো জিতেছেন পাঁচবার। এবার কে জিতবেন তার দিকে তাকিয়ে সমর্থকরা।
EiSamay.Com FCs3SWPVUAIZ5_7
লিওনেল মেসি এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন, ছবি সৌজন্য - টুইটার


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি তালিকা ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে ব্যালন ডি'অর জয়ীর তালিকায় কে কত ভোট পেয়েছেন। সেই তালিকায় অনুযায়ী শীর্ষে আছেন পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখের ফরওয়ার্ড রবার্ট লেওনডস্কি (Robert Lewandowski)। তিনি পেয়েছেন ৬২৭টি ভোট। এটা যদি সত্যি হয় তাহলে তিনি প্রথমবার ব্যালন ডি'অর জিতবেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে লিওনেল মেসি ও করিম বেঞ্জিমা। নবম স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

তবে এবার ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার লেওনডস্কি (Robert Lewandowski)। বায়ার্ন মিউনিখের হয়ে ৫০টি গোল করেছেন তিনি। অ্যাসিস্ট ৮টি। জিতেছেন বুন্দেশলিগা, ক্লাব বিশ্বকাপ ও DFL সুপারকাপ। এছাড়া গত মরশুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কারণে গোল্ডেন বুট জিতেছেন তিনি।

ভাইরাল হওয়া ছবিতে যেখানে লেওনডস্কিকে বিজয়ী দেখানো হচ্ছে। সেখানে এবার ব্যালন ডি'অর জিততে সমানভাবে জনপ্রিয় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও।

দেখে নিন ভাইরাল হওয়া বিজয়ীর তালিকায় কে কোন স্থানে আছেন:

১) রবার্ট লেওনডস্কি (বায়ার্ন মিউনিখ)

২) লিওনেল মেসি (প্যারিস সেইন্ট জার্মেইন)

৩) করিম বেঞ্জিমা (রিয়াল মাদ্রিদ)

৪) মহম্মদ সালহা (লিভারপুল)

৫) হর্জিনো (চেলসি)

৬) কিলিয়ান এমবাপে (প্যারিস সেইন্ট জার্মেইন)

৭) কন্তে (চেলসি)

৮) এরলিঙ্গ হালান্ড (বরুসিটা ডর্টমুন্ড)

৯) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ম্যানচেস্টার ইউনাইটেড)

১০) কেভিন ডি ব্রুয়েনা (ম্যানচেস্টার সিটি)

এছাড়াও তালিকায় ১২ নম্বর স্থানে আছেন লুকা মদ্রিচ, ১৯ নম্বর স্থানে আছেন নেইমার। ২০২১ সালের বিজয়ীর নাম ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। কারণ ভোট দেওয়ার সময় শেষ। ফলে লেওনডস্কি যদি বিজয়ী হন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

২০১৮ সালেও একই ঘটনা ঘটেছিল। সেইবার ব্যালন ডি'অর জেতেন লুকা মদ্রিচ। সেই বছরও অনুষ্ঠানের আগে এইরকমই একটি তালিকা ভাইরাল হয়। যেখানে বিজয়ী হিসেবে লুকা মদ্রিচের নাম ছিল।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল