অ্যাপশহর

সাহায্যের হাত বাড়ালেন নেইমার

বিশাল অর্থের একটি পরিমাণ দিয়েছেন ইউনিসেফকে। বাকিটা দিয়েছেন ব্রাজিল সরকারকে। করোনার জন্য আলাদা তহবিল করার উদ্দেশ্যে নিয়ে। গত সপ্তাহে নেইমার গোটা অর্থ দান করেছেন।

EiSamay.Com 4 Apr 2020, 11:37 am
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসের জন্য যুদ্ধ ঘোষণা করে বিশাল অর্থ দান করলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার।
EiSamay.Com neymar
ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার


নেইমার নিজে তা প্রকাশ্যে আনতে চাননি। কিন্তু ব্রাজিলিয়ান স্ট্রাইকারের বিশাল দানের কথা সে দেশের একটি টিভি চ্যানেলে প্রকাশ করা হয়েছে। মোট ৭০ লক্ষ ৭৫ হাজার ইউরো।

বিশাল অর্থের একটি পরিমাণ দিয়েছেন ইউনিসেফকে। বাকিটা দিয়েছেন ব্রাজিল সরকারকে। করোনার জন্য আলাদা তহবিল করার উদ্দেশ্যে নিয়ে। গত সপ্তাহে নেইমার গোটা অর্থ দান করেছেন। কিন্তু পরিবারের লোকজন ছাড়া কেউই তা জানতেন না। নেইমার নিজেও তা বলেননি।

করোনার আতঙ্কে তিনি ফ্রান্স থেকে ব্রাজিলে চলে এসেছেন। কিন্তু নিজেকে কোয়ারান্টিন করেননি। বন্ধুদের সঙ্গে চুটিয়ে বিচ ফুটবল খেলেছেন। ‘সামাজিক দূরত্ব’ নীতিও মানেননি। তা নিয়ে দেশের মধ্যে কম সমালোচনা হয়নি।

কিন্তু বিশাল অর্থ দান করে নেইমার এখন ক্রিস্তিয়ানো রোনাল্দো ও লিওনেল মেসিকেও চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল