অ্যাপশহর

Mohun Bagan: খুলে গেল মোহনবাগানের নয়া ক্যান্টিন, খাবারের দাম কত?

ইতিমধ্যেই মোহনবাগান তাঁবু ঢেলে সাজাতে শুরু করে দিয়েছেন বাগান কর্তারা। চুনি গোস্বামীর নামে গেট আর পিকে বন্দোপাধ্যায়ের নামে ড্রেসিংরুম হচ্ছ। প্রেস বক্সে এয়ার কুলার বসানো হচ্ছে। পাশাপাশি তৈরি হচ্ছে VIP-দের জন্য আলাদা খেলা দেখার ঘর। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী সেপ্টেম্বর মাসে AFC কাপে মাঠে নামবে ATK মোহনবাগান।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 19 Jul 2022, 9:38 pm
কলকাতা ময়দানের আনাচে-কানাচে প্রচুর গল্প লুকিয়ে থাকে। তেমনই একটি খবর হল বিভিন্ন ফুটবল তাঁবুর ক্যান্টিনের খবর। তবে ময়দানের তিন প্রধানের ক্যান্টিনের গল্প কিন্তু বেশ জনপ্রিয়। আপনারা অনেকেই মোহনবাগানের কাজুদা'র ক্যান্টিনের নাম শুনেছেন। ক্লাব নির্বিশেষে সমর্থকদের অনেকে আবার এখানে এসে পাঁউরুটির সঙ্গে চিকেন স্টু কিংবা ঘুগনি চেখেও দেখে গিয়েছেন। তবে এখন সময় অনেকটাই বদলে গিয়েছে। বাগানে বইতে শুরু করেছে কর্পোরেট কালচারের হাওয়া। ক্লাবের খোলনলচে যেমন বদলে গিয়েছে, তেমনই পাল্লা দিয়ে বদলেছে ক্যান্টিনের আদলও। সেইসঙ্গে এসেছে মেনু কার্ডে আমূল পরিবর্তনও।
মোহনবাগান রত্ন শ্যাম থাপা EXCLUSIVE


এবার শুধুমাত্র চিকেন স্টু কিংবা ঘুগনি নয়, এবার থেকে এই ক্যান্টিনে এগ রোল এবং চিকেন রোলও আপনি খেতে পারবেন। রয়েছে চাউমিনের মধ্যে বিভিন্ন প্রকারভেদও। শুধুমাত্র এখানেই শেষ নয়। পরোটা, আলুর দম থেকে শুরু করে বিভিন্ন রকমের চপ, অমলেট, মাংসের কারি, বিভিন্ন রকমের থালির ব্যবস্থাও রয়েছে এই ক্লাব ক্যান্টিনে। আসুন তাহলে একনজরে ক্যান্টিনের নতুন মেনু কার্ডে চোখ বুলিয়ে নেওয়া যাক।

ইতিমধ্যেই মোহনবাগান তাঁবু ঢেলে সাজাতে শুরু করে দিয়েছেন বাগান কর্তারা। চুনি গোস্বামীর নামে গেট আর পিকে বন্দোপাধ্যায়ের নামে ড্রেসিংরুম হচ্ছ। প্রেস বক্সে এয়ার কুলার বসানো হচ্ছে। পাশাপাশি তৈরি হচ্ছে VIP-দের জন্য আলাদা খেলা দেখার ঘর। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী সেপ্টেম্বর মাসে AFC কাপে মাঠে নামবে ATK মোহনবাগান। মোহনবাগান দিবসের দিন প্রথমবার টিম জুয়ানের অনুশীলন করার কথা। অতীতে গঙ্গাপাড়ের ক্লাবের খাবার অনুশীলনের আগে বা পরে থাকত ফুটবলার ও কোচদের মেনুতে। এবার দেখার এই নতুন দল মোহনবাগান ক্যান্টিনের খাবার সম্পর্কে কেমন প্রতিক্রিয়া আসে।
East Bengal Agreement: ফের বাড়ল সময়সীমা, আগামী ৭ দিনের মধ্যে চুক্তির আশ্বাস দেবব্রতর!
আগামী ইন্ডিয়ান সুপার লিগের আগে একদিকে যেমন ATK মোহনবাগানের পুরনো সংসার ভেঙে গিয়েছে, ঠিক তেমনই গড়ে উঠেছে নতুন সংসার। দল থেকে রয় কৃষ্ণা কিংবা ডেভিড উইলিয়ামস চলে যাওয়ার পরে অনেক সবুজ-মেরুন সমর্থকই হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু, নয়া মেরিনার্স সংসারে ফ্লোরেন্টিন পোগবা কিংবা দিমিত্রিয়াস পারট্রোটাস দলে আসার পরে সেই শূন্যস্থান অনেকটাই ভরাট হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত ATK মোহনবাগান ২ বার ISL টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। কিন্তু একবারও তারা খেতাব জয় করতে পারেনি। তৃতীয়বার কি হবে সেই স্বপ্নপূরণ? আপাতত সেটা সময়ই বলবে।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল