অ্যাপশহর

মারাদোনার সঙ্গে ব্যবধান অনেকটাই কমালেন মেসি

আপনাদের একটা পরিসংখ্যান দিয়ে রাখি যে মেসি (Lionel Messi) মোট ৭৪৫টি গোল করেছেন। এরমধ্যে ৭.৬ শতাংশ গোল সরাসরি ফ্রি কিক থেকে এসেছে। এফসি বার্সেলোনার এই তারকা দিয়াগো মারাদোনার (Diego Maradona) আর্জেন্টিনার রেকর্ড থেকে মাত্র ৫ গোল পিছিয়ে রয়েছেন।

EiSamay.Com 15 Jun 2021, 7:11 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : কোপা আমেরিকার Group B-র প্রথম ম্যাচে চিলি বনাম আর্জেন্টিনা ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছেন লিওনেল মেসি। ব্রাজিলের এস্তাদিও নিলটন স্যান্টোস স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। ফ্রি কিক থেকে গোল করে তিনি দলকে এগিয়ে দিয়েছিলেন।
EiSamay.Com Lionel Messi
লিওনেল মেসি, ছবি সৌজন্য - টাইমস অফ ইন্ডিয়া


যদিও শেষপর্যন্ত এই ম্যাচটা ১-১ ব্যবধানে ড্র হয়ে যায়। চিলির হয়ে একমাত্র গোল করেছিলেন এডুয়ার্ডো ভারগাস। তবে গোটা ম্যাচে মেসির প্রভাবটা আলাদা করেই দেখতে পাওয়া যাচ্ছিল।

সবথেকে আশ্চর্য্য়ের ঘটনা, চিলির প্রথমার্ধে মেসির ফ্রি-কিক থেকে এই গোলটা তাঁর কেরিয়ারের ৫৭ তম সরাসরি ফ্রি-কিক থেকে গোল। এফসি বার্সেলোনার এই তারকা দিয়াগো মারাদোনার আর্জেন্টিনার রেকর্ড থেকে মাত্র ৫ গোল পিছিয়ে রয়েছেন। মারাদোনা তাঁর কেরিয়ারে সরাসরি ফ্রি-কিক থেকে মোট ৬২ গোল করেছিলেন।
চিলির ঝাঁঝে আটকে গেল নীল-সাদা ব্রিগেড, প্রাপ্তি শুধুই মেসির গোল
এখানে আরও একটা ব্যাপার দেখার আছে। বার্সেলোনার হয়ে মেসি সরাসরি ফ্রি-কিক থেকে ৫০ গোল করেছেন। আর সাতটা গোল করেছেন জাতীয় দলের হয়ে।

আপনাদের একটা পরিসংখ্যান দিয়ে রাখি যে মেসি মোট ৭৪৫টি গোল করেছেন। এরমধ্যে ৭.৬ শতাংশ গোল সরাসরি ফ্রি কিক থেকে এসেছে। অন্যদিকে মারাদোনা ৩৫৩টি গোল করলেও ১৭ শতাংশ গোল ডেড বল সিচুয়েশন থেকে এসেছে।

ইতিমধ্যে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর কেরিয়ারে মোট ৫৬ গোল সরাসরি ফ্রি কিক থেকে করেছেন। মেসির থেকে তিনি ১ গোল পিছিয়ে রয়েছে। এরমধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ৩২টি ফ্রি-কিক থেকে গোল করেছেন। ১৩টি করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে, দশটি গোল করেছেন পর্তুগালের হয়ে এবং একটা গোল করেছেন জুভেন্টাসে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল