অ্যাপশহর

পেপ-সাক্ষাতের আগে ফিট লিও মেসি

এখনও পর্যন্ত Pep Guardiola-এর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে চারবার মুখোমুখি হয়েছেন Lionel Messi। প্রাক্তন গুরু-শিষ্যের এই লড়াইয়ে মেসি কি আবার জ্বলে উঠবে? সেইদিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা।

Ei Samay 28 Sep 2021, 4:41 pm

হাইলাইটস

  • দুই শহরের ফুটবল ভক্তদেরই নজর ছিল পিএসজি-র প্র্যাক্টিস গ্রাউন্ডে।
  • শুরু থেকেই খেলতে পারবেন কি না পরিষ্কার না হলেও মাউরিসিও পোচেত্তিনো নিশ্চয়ই ফিট মেসিকে বসিয়ে রাখবেন না।
  • পেপ গুয়ার্দিওলাও মনে করছেন, প্যারিসে মঙ্গলবার তাঁর টিমের বিরুদ্ধে নামবেন মেসি।
EiSamay.Com Messi
প্রতীকী ছবি
এই সময়: কী প্যারিস, কী ম্যাঞ্চেস্টার- দুই শহরের ফুটবল ভক্তদেরই নজর ছিল পিএসজি-র প্র্যাক্টিস গ্রাউন্ডে। লিওনেল মেসি সবার সঙ্গে প্র্যাক্টিস করছেন কি না। চোট সারিয়ে এর আগে তিনি একা একা বল প্র্যাক্টিস করেছিলেন। সোমবার দুপুরে তিনি টিমমেটদের সঙ্গে প্র্যাক্টিস সেরে নিলেন।
শুরু থেকেই খেলতে পারবেন কি না পরিষ্কার না হলেও মাউরিসিও পোচেত্তিনো নিশ্চয়ই ফিট মেসিকে বসিয়ে রাখবেন না! ম্যাঞ্চেস্টার সিটি ডিফেন্ডাররা কী ভাবছেন? অন্যরা কী ভাবছেন তাকে খুব একটা পাত্তা না দিয়ে রুবেন দিয়াস চাইছেন, মেসি খেলুন। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা সেন্টার ব্যাক পর্তুগিজ দিয়াস। তাঁর কথায়, 'সেরার বিরুদ্ধে নিজেকে যাচাই করতে চাই।'

পেপ গুয়ার্দিওলাও মনে করছেন, প্যারিসে মঙ্গলবার তাঁর টিমের বিরুদ্ধে নামবেন মেসি। বার্সেলোনার জার্সিতে দু'বার গুয়ার্দিওলার সিটির বিরুদ্ধে খেলেছেন মেসি, দু'বার তাঁর বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। গুয়ার্দিওলার বিরুদ্ধে এই চার ম্যাচে মেসি মোট ছ'গোল করেছেন। সিটির বিরুদ্ধে একটি হ্যাটট্রিকও ছিল।

রোনাল্ডোর উপর বেজায় ক্ষুব্ধ সতীর্থরা, কেন?
কিন্তু মেসিকে এখনই এই সংহারকের ভূমিকায় দেখা যাবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। এখনও সে ভাবে জাঁকিয়ে বসতে পারেননি পিএসজিতে। তার মধ্যেই চোট পেয়েছিলেন। চোট সারিয়ে সবে ফিরছেন। এ সবের থেকেও সিটির সামনে বড় সমস্যা হতে পারে টিমের অশান্তি। নেইমারের পাস থেকে রবিবার ড্র্যাক্সলার গোল করেন। যা দেখে রিজার্ভ বেঞ্চে এমবাপে সতীর্থকে বলেন, 'এই ভবঘুরেটা (ট্র্যাম্প) আমাকে বল পাস করতে পারছিল না!'

আবার এ রকমও শোনা যাচ্ছে, টিমে মেসি, নেইমার, দি মারিয়াদের মতো বড় তারকার চাপে কেলর নাবাসকেই প্রথম এগারোয় খেলাতে হচ্ছে কোচ পোচেত্তিনোকে। বসে আছেন ইউরো জয়ী কিপার জিয়ানলুইজি দোনারুমা। যা নিয়ে তিনি অসন্তুষ্ট।

৮ বছর পর আবার ডুরান্ড কাপ জয়ের হাতছানি মহমেডানের সামনে
পোচেত্তিনোর টিম ফরাসি লিগে আট পয়েন্টে এগিয়ে এক নম্বরে থাকলেও খেলা খুব উচ্চমানে পৌঁছয়নি এখনও। গুয়ার্দিওলার সামনে সুযোগ এখানেই।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল