অ্যাপশহর

Lionel Messi : দলবদলের জল্পনার মাঝেই সৌদিতে মেসির বাবা, এবার কি রোনাল্ডোর পথেই লিওনেল?

সৌদি আরবের ক্লাবে যোগ দিতে পারেন লিওনেল মেসি। তাঁর বাবা সৌদিতে যাওয়ার পর জল্পনা আরও বেড়েছে।

Produced byনবীন পাল | EiSamay.Com 17 Mar 2023, 6:29 pm

হাইলাইটস

  • সৌদি আরবের ক্লাবে যোগ দিতে পারেন লিওনেল মেসি।
  • তাঁর বাবা সৌদিতে যাওয়ার পর জল্পনা আরও বেড়েছে।
  • চ্যাম্পিয়ন্স লিগের হারের পর মেসির ক্লাব ছাড়ার জল্পনা বাড়ে।
EiSamay.Com Lionel Messi father.
লিওনেল মেসি (ফাইল ফটো)
লিওনেল মেসির PSG ছাড়া নিয়ে বর্তমানে জল্পনা চলছে, তাঁর পারফরম্যান্সে দলের কর্তা ও সমর্থকরা ক্ষুব্ধ। ইতিমধ্যেই তাঁর দল থেকে তাড়াতে উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। আগামী ম্যাচগুলোতে মেসির বিরুদ্ধে স্লোগান দেবেন তাঁরা। এবার এই পরিস্থিতিতে মেসির দল ছাড়া নিয়ে নতুন করে জল্পনা দানা বাঁধল। সৌজন্যে লিওনেল মেসির বাবা জর্জ মেসি। তিনি সৌদি আরবে যাওয়ায় মেসির প্যারিস ছাড়ার জল্পনা তৈরি হয়েছে।
গত মঙ্গলবার সৌদি আরবে পৌঁছেছেন লিওনেল মেসির বাবা জর্জ মেসি। তিনি মেসির বাবা হওয়ার পাশাপাশি মেসির এজেন্ট হিসেবেও কাজ করেন। PSG-তে মেসির যোগ দেওয়ার বিষয়ে তাঁর বাবা অনেক বড় উদ্যোগ নিয়েছেন বলে খবর। মেসি PSG-তে ২ বছরের জন্য যোগ দিয়েছেন। এবার তাঁর চুক্তি শেষের পথে।
Lionel Messi PSG : 'ও মেসি, বেশি না...!' তারকাকে সরাতে আন্দোলনে PSG সমর্থকরা
চলতি মরশুমটাই শেষ মেসির। এরপর তাঁর সঙ্গে চুক্তি শেষ হবে। তিনি দলের সঙ্গে চুক্তি নবীকরণ করবেন কি না সেটা সবথেকে বড় প্রশ্ন। বিশ্বকাপের সময় PSG-র পক্ষ থেকে জানানো হয়েছিল মেসির সঙ্গে তাঁরা বিশ্বকাপের পর চুক্তি করবেন। এরপর বিশ্বকাপ চলে গেলেও সেখানে কথার বাইরে আর কিছু হয়নি। এই পরিস্থিতিতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের মুখ দেখতে হয়েছে।
Lionel Messi Kylian Mbappe : মেসি-নেইমারের সঙ্গে কথা বন্ধ এমবাপের, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট PSG-র?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেসিরা হারের পর থেকে মেসিকে দল থেকে বাদ দেওয়ার দাবি করা হয়েছে। সমর্থকদের পক্ষ থেকে তাঁকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে জর্জ মেসির সৌদি আরবে যাওয়া তাৎপর্যপূর্ণ। ক্রিস্তিয়ানো রোনাল্ডো সৌদি আরবের আল নাসেরে যোগ দিয়ে বিশ্বের সবথেকে বেশি বেতন পাওয়া প্লেয়ার হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সৌদি প্রো লিগকে জনপ্রিয় করতে আল হিলাল লিওনেল মেসিকে বিপুল অঙ্কের প্রস্তাব দিয়েছে।
Cristiano Ronaldo : গ্য়ালারিতে 'মেসি মেসি' চিৎকার, রাগে বোতলে লাথি রোনাল্ডোর
সূত্রের খবর, রোনাল্ডোর থেকে মেসিকে দেওয়া অর্থের প্রস্তাব অনেকগুণ বেশি। যদিও মেসি সেই প্রস্তাবে রাজি হননি। চ্য়াম্পিয়ন্স লিগে হারের পর সেই ছবিতে অনেক পরিবর্তন হয়েছে।

স্প্যানিশ পত্রিকা মার্কায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মেসির বাবার সৌদি আরবে গিয়েছিলেন সেই দেশের পর্যটন বোর্ডের আমন্ত্রণে। মেসি ইতিমধ্য়েই সৌদি আরবের পর্যটনের প্রচারে চুক্তি করেছেন। সেই হিসেবেই তিনি চুক্তি করেছেন। তিনি ইতিমধ্য়েই কাজ শুরু করেছেন। সেই সংক্রান্ত আলোচনা করতেই তাঁর বাবা সৌদি আরবে গিয়েছেন বলে খবর। এই সফরে আল হিলালে মেসির যোগ দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।
লেখকের সম্পর্কে জানুন
নবীন পাল
ছোট থেকে খবরের প্রতি ভালোবাসাই সাংবাদিক হতে সাহায্য করেছে। ২০১৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। বড় ময়দানে ২০১৭ সালে। ETV ভারত, মাইক্রোসফট নিউজ ঘুরে এখন এই সময় ডিজিটালের হয়ে চার-ছয় মারছেন, কয়েকটা বাইসাইকেল কিকও হয়েছে। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে অ্যাথলেটিক্স সহ খেলার দুনিয়ার সবকিছু দেখা ও তা নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। অবসর সময়ের সঙ্গী বই। আর এক নেশা আবৃত্তি।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল