অ্যাপশহর

চ্যাম্পিয়ন্স লিগে গোলের রাত, জোড়া গেল মেসি-সালাহর

শুধু প্যারিস সেন্ট জার্মেইন বা লিভারপুল নয়। গতকাল জয়লাভ করে রিয়াল মাদ্রিদ, অ্যাজেক্স ও ইন্টার মিলানও। গত রাতে PSG-র বিরুদ্ধে ম্যাচ ছিল আরবি লেইপজিগের।

EiSamay.Com 20 Oct 2021, 10:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে গতকালের রাতটা ছিল গোলের রাত। একদিনে ২ গোল করে দলকে জেতালেন লিওনেল মেসি। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জোড়া গোল করলেন মহম্মদ সালাহ। দুই তারকার গোলের সুবাদে PSG ও লিভারপুল এই দুই দলই ৩-২ গোলে জয়লাভ করেছে।
EiSamay.Com Lionel Messi
জোড়া গোল করলেন লিওনেল মেসি, ছবি সৌজন্য - টুইটার


শুধু প্যারিস সেন্ট জার্মেইন বা লিভারপুল নয়। গতকাল জয়লাভ করে রিয়াল মাদ্রিদ, অ্যাজেক্স ও ইন্টার মিলানও। গতরাতে PSG-র বিরুদ্ধে ম্যাচ ছিল আরবি লেইপজিগের। সেই ম্যাচে ৩-২ গোলে জেতে মেসিরা। একটি গোল করেন কিলিয়ান এমবাপে ও অপর দুটো গোল করেন লিওনেল মেসি। লেইপজিগের হয়ে একটি করে গোল করেন আন্দ্রে সিলভা ও নর্দি মুকিয়েলে। এই জয়ের ফলে PSG চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ এ-তে শীর্ষে উঠে গেল। একই ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

অন্যদিকে লিভারপুলের হয়েও দুটি গোল করে মহম্মদ সালাহ। অপর গোলটি করেন নাবি কেইটা। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুটি গোল করেন গ্রিয়েজম্যান। পরে তিনি লাল কার্ডও দেখেন। লিভারপুর ৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানেই রইল।

গতরাতের ম্যাচে প্রথম থেকে PSG-র উপর চাপ রেখে চলছিল লেইপজিগ। ম্যাচের ৯ মিনিটের মাথায় প্রথম গোল করেন এমবাপে। এরপর ম্যাচের ২৮ ও ৫৭ মিনিটে গোল করে এগিয়ে যায় লেইপজিগ। মেসি প্রথম গোলটা করেন ৬৭ মিনিটের মাথায়। তাঁর গোলের সুবাদে ম্যাচে সমতা ফেরায় PSG। এরপর ৭৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। তবে পেনাল্টি নিতে প্রথমে যাচ্ছিলেন এমবাপে। পরে তিনি মেসিকে এগিয়ে দেন পেনাল্টি নেওয়ার জন্য। বল জালে জড়াতে কোনও ভুল করেননি তিনি।

এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৩৪ বার মেসি একই ম্যাচে দুটো গোল করলেন। এই দুই গোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে ১২৩ গোল করে ফেললেন মেসি। প্রথম স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর মোট গোল ১৩৭।

সালাহ গতকাল গোল করে ইতিহাস তৈরি করলেন। তিনি হলেন লিভারপুলের ১২৯ বছরের ইতিহাসে প্রথম প্লেয়ার যিনি পরপর ৯টা ম্যাচে গোল পেলেন। তিনি ম্যাচের ৮ ও ৭৮ মিনিটে গোল পান। তবে লিভারপুল আরও বেশি গোল করতে পারত, তারজন্য় সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এই নিয়ে ১১ ম্যাচে ১২ গোল করে ফেললেন তিনি।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল