অ্যাপশহর

অগাস্টে ময়দানে আবার ফিরছে ফুটবল, শুরু হচ্ছে কলকাতা লিগ

অতিমারির জন্য গতবছর কলকাতা লিগ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল IFA। এবছর করোনার প্রকোপ কিছুটা কমেছে। আজ এই মর্মে একটা বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে ATK Mohun Bagan-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেবাশিষ দত্ত।

Lipi 2 Jul 2021, 12:23 am
এই সময় ডিজিটাল ডেস্ক : অগাস্ট থেকে আবার স্বমহিমায় ফিরতে চলেছে কলকাতা ময়দান। আবার কলকাতা ময়দানে পা ফেললেও শোনা যাবে বাঁশির ফু.‌.‌.‌রু.‌.রু.‌.‌.‌.‌শব্দ। ময়দানে কাদা মাঠে দেখা যাবে বল নিয়ে ফুটবলারদের দাপাদাপি। এবছর কলকাতা লিগ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে IFA। ‌
EiSamay.Com East Bengal Mohun Bagan
'পুরানো সেই দিনের কথা...', মোহনবাগান-ইস্টবেঙ্গলের সেই চিরকালের লড়াই


অতিমারির জন্য গতবছর কলকাতা লিগ বন্ধ রাখতে বাধ্য হয়েছিল IFA। এবছর করোনার প্রকোপ কিছুটা কমেছে। তাই এবছর লিগ আয়োজনের পরিকল্পনা করেছে IFA। বৃহস্পতিবার লিগ আয়োজনের ব্যাপারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায়। বৈঠকে লিগ সাব কমিটির সদস্যরা হাজির ছিলেন। এটিকে-মোহনবাগান থেকে যেমন বৈঠকে হাজির ছিলেন দেবাশিস দত্ত, তেমনই মহমেডান ক্লাব থেকে এসেছিলেন কামারউদ্দিন। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কোনও প্রতিনিধি এদিনের সভায় হাজির ছিলেন না। যদিও IFA–র পক্ষ থেকে ইস্টবেঙ্গল ক্লাবকে চিঠি দিয়ে বৈঠকে হাজির থাকার কথা বলা হয়েছিল। বৈঠকে হাজির হওয়া প্রিমিয়ার লিগের সব ক্লাব কর্তারাই লিগ খেলার ব্যাপারে সম্মত হয়েছেন।

বৈঠকে ঠিক হয়েছে আগস্টের শেষদিক থেকে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হবে। রাজ্য সরকারের নির্দেশিকা মেনে ম্যাচ আয়োজন করা হবে। সব ম্যাচই হবে দর্শক শূন্য মাঠে। করোনা সুরক্ষিত পরিবেশ তৈরি করার কথা বলেছেন IFA সচিব জয়দীপ মুখার্জি। এবছর প্রিমিয়ার লিগে কোনও অবনমন থাকছে না। এমনই সিদ্ধান্ত নিয়েছেন বৈঠকে হাজির হওয়া সদস্যরা। ISL-এর পথে এগোতে চাইছে IFA। ISL-এ যেমন বিদেশির সংখ্যা কমছে, তেমনই কলকাতা লিগে বিদেশি ফুটবলারের সংখ্যা কমানো হচ্ছে। আগে ক্লাবগুলি ৪ জন বিদেশি নিয়ে মাঠে নামত। এবার লিগে ৩ জন বিদেশি নিয়ে মাঠে নামতে পারবে।

প্রিমিয়ার লিগ শুরুর বাপ্যারে সিদ্ধান্ত হলেও অন্যান্য ডিভিশনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। শুক্রবার লিগ কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকেই এই অন্য ডিভিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, ইস্টবেঙ্গলের কোনও প্রতিনিধি বৃহস্পতিবারের বৈঠকে হাজির না থাকলেও পরে শ্রী সিমেন্টের কর্তা ও এসসি ইস্টবেঙ্গলের CEO শিবাজী সমাদ্দার IFA সচিবকে ফোন করে বৈঠকের সিদ্ধান্ত জেনে নেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল