অ্যাপশহর

তিন বড় লিগ ৫০ গোলের অনন্য নজির রোনাল্দোর

লাৎসিও ছিল জুভেন্তাসের শক্ত গাঁট। আগের তিন ম্যাচে জিততে না পারার দুঃখ ছিল। লাৎসিওকে হারাতে না পারলে জুভেন্তাসের কপালে চিন্তা বাড়তে পারত। তাই সবদিক থেকে এই ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ। সেই সময়েই জ্বলে উঠলেন। বিরতিতে গোলশূন্য থাকার পরে অনেকেই শঙ্কা প্রকাশ করতে শুরু করেছিলেন। কিন্তু সব কিছুর জবাব দিয়েছেন সিআর সেভেন। ৫১ মিনিটে পেনাল্টি গোল।

Ei Samay 22 Jul 2020, 6:18 pm
জুভেন্তাস-২ : লাৎসিও-১
EiSamay.Com ronaldo
অনন্য নজির রোনাল্দোর


(রোনাল্দো ৫১ পেনাল্টি, ৫৪)

(ইম্মোবিলে ৮৩ পেনাল্টি)

এই সময়: ফের ইতিহাসের পাতায় ক্রিস্তিয়ানো রোনাল্দো। বিশ্বে তিনি একমাত্র ফুটবলার, যিনি ইউরোপের তিনটি সেরা ফুটবল লিগে ৫০টি করে গোল করে ফেললেন। সিরি এ'তে তাঁর নামের পাশে এখন ৫১ গোল। ৬১টি ম্যাচ খেলে। সিরি এ'তে সবচেয়ে দ্রুত ৫১ গোলের তালিকায় তিনিই একনম্বরে।

সোমবার রাতে লাৎসিওকে হারিয়ে দেওয়ার পর সিরি এ খেতাব প্রায় জুভেন্তাসের হাতের মুঠোয়। দরকার আর চার পয়েন্টের। বাকি আরও চার ম্যাচ। পরের ম্যাচে ইন্তার মিলান হারলে আরও আগে খেতাব চলে আসতে পারে। আগাম উৎসবটা যেন রোনাল্দো মাঠেই করে এলেন। সর্তীথদেরর সঙ্গে গোলের উৎসবে মেতে।

লাৎসিও ছিল জুভেন্তাসের শক্ত গাঁট। আগের তিন ম্যাচে জিততে না পারার দুঃখ ছিল। লাৎসিওকে হারাতে না পারলে জুভেন্তাসের কপালে চিন্তা বাড়তে পারত। তাই সবদিক থেকে এই ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ। সেই সময়েই জ্বলে উঠলেন। বিরতিতে গোলশূন্য থাকার পরে অনেকেই শঙ্কা প্রকাশ করতে শুরু করেছিলেন। কিন্তু সব কিছুর জবাব দিয়েছেন সিআর সেভেন। ৫১ মিনিটে পেনাল্টি গোল। লাৎসিও'র ডিফেন্ডারের হাতে লাগে বল। রেফারি ভিডিয়ো দেখে পেনাল্টি সিদ্ধান্ত দেন। রোনাল্দো এই গোলেই পঞ্চাশে পৌঁছন। দু'মিনিট বাদে তাঁর হেড ক্রসপিসে লেগে ফিরে আসে। আফসোসে ডুবে যান। কিন্তু পরক্ষণেই দুরন্ত গোল করলেন রোনাল্দো। পাওলো দিবালার পাস থেকে। এই গোলেই পর্তুগিজ তারকার ৫১ গোল হল সিরিএ'তে। চলতি মরসুমে তিরিশ গোল। তিরিশ গোলের মাইলস্টোনে লাৎসিও'র ইম্মোবিলে। ৮৩ মিনিটে তিনি পেনাল্টি গোল করেন।

রোনাল্দোর রেকর্ডের দিনে ওল্ড লেডি টিমের কোচ মাউরিসিও সারি তুলনা করেছেন বাঘের সঙ্গে, 'রোনাল্দো যখন রক্তের স্বাদ পায়, তখন মারাত্মক। যে কোনও অবস্থা থেকে গোলের জন্য ঝাঁপাবে। ওকে দেখে অবিশ্বাস্য লাগে। দারুণ শারীরিক ও মানসিক গঠন না হলে এটা সম্ভব নয়।'

লিগ খেতাব প্রায় নিশ্চিত বলে কিছুটা স্বস্তিতে সারি। তবে তাতেও পরের মরসুমে নিশ্চিত নন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল