অ্যাপশহর

কাটেনি চুক্তি সঙ্কট, ইস্টবেঙ্গলের হাত ছাড়তে চলেছেন ব্রাইট এনবাখোরেও

এসসি ইস্টবেঙ্গলে এখনও বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি সঙ্কট কাটেনি। আর সেকারণেই লাল-হলুদ শিবিরের সঙ্গে গাঁটছড়া ভাঙতে চলেছেন ব্রাইট এনবাখোরে। গত ২৪ মার্চ বিনিয়োগকারীদের পক্ষ থেকে ক্লাবকর্তাদের একটা চিঠি পাঠানো হয়েছিল।

EiSamay.Com 4 May 2021, 9:09 pm
একেই বলে গোদের ওপর বিষফোঁড়া! একে তো গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে আগামী দিনে কবে যে আর দেশে কোনও ফুটবল টুর্নামেন্ট আয়োজন হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তার উপরে আবার ক্লাবে কাটেনি বিনিয়োগ জটও। এই পরিস্থিতিতে যুপকাষ্ঠে বলি হতে চান না লাল-হলুদ শিবিরের নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট এনবাখোরে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই নাকি তিনি দলের সঙ্গে গাঁটছড়া ভাঙতে চলেছেন।
EiSamay.Com Bright Enobakhare
ব্রাইট এনবাখোরে, ছবি সৌজন্য - টুইটার


এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে গত ২৪ মার্চ বিনিয়োগকারীদের পক্ষ থেকে ক্লাবকর্তাদের একটা চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির মাধ্যমেই ক্লাব কর্তাদের চূড়ান্ত চুক্তিপত্র পাঠানো হয়, যেখানে লাল-হলুদ কর্তাদের সই করতে হত। কিন্তু, সেই চুক্তিপত্রে ক্লাবের কর্মকর্তারা এখনও সই করেননি। এমনকী বিনিযোগকারীদের প্রস্তাবের জবাবও দেননি।

ইতিপূর্বে ইস্টবেঙ্গল ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন দলের জার্মান মিডফিল্ডার মাত্তি স্টেইনম্যান এবং দলের অতন্দ্র প্রহরী দেবজিৎ মজুমদার। দেবজিৎ জানিয়ে ছিলেন, "যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চাই, তাহলে বলব যে আমি ইস্টবেঙ্গলেই থাকতে চাই। কিন্তু, দল যদি চুক্তি বাড়ানোর ব্যাপারে কোনও চিন্তাভাবনা না করে, তাহলে বলব যে আমি ইস্টবেঙ্গলেই থাকতে চাই। কিন্তু, দল যদি চুক্তি বাড়ানোর ব্যাপারে কোনও চিন্তাভাবনা না করে, তাহলে তো আমাকে অন্যকিছু ভাবতেই হবে।"

অন্যদিকে আবার ইস্টবেঙ্গলের জার্মান মিডফিল্ডার মাত্তি স্টেইনম্যান নাকি এ-লিগ ক্লাবে যোগ দিতে চলেছেন। শোনা যাচ্ছে, আগামী ট্রান্সফার উইন্ডোতে তিনি ব্রিসবেন রোর ক্লাবে যোগ দিতে পারেন। এই খবরেই আপাতত সরগরম কলকাতা ময়দান।

গত ISL মরশুমের মাঝপথেই ব্রাইটকে সই করিয়েছিলেন লাল-হলুদ কর্মকর্তারা। এফসি গোয়ার বিরুদ্ধে তিনি একা ড্রিবলিং করে একটি চোখধাঁধানো গোল করেছিলেন। তারপর থেকে তিনি দলের সমর্থকদের হৃদয়ের অলিন্দে জায়গা করে নেন। ব্রাইট যদি এই দল ছেড়ে বেরিয়ে যান, সেটা ইস্টবেঙ্গল দলের কাছে যে একটা বড় ধাক্কা হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল