অ্যাপশহর

খারাপ খবর, করোনায় আক্রান্ত হলেন ভারতের তারকা ফুটবলার

ইগর স্টিম্যাকের দলের হাতে এখনও দুটো ম্যাচ বাকি রয়েছে। এই দুটো ম্যাচ জিতে ভারত কিছুটা হলেও সম্মান ফিরিয়ে আনতে চায়। আগামী ৭ জুন বাংলাদেশের বিরুদ্ধে এবং আগামী ১৫ জুন আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে।

EiSamay.Com 5 Jun 2021, 6:46 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ভারতীয় ফুটবল দলের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। তাঁকে আপাতত দোহার টিম হোটেলে নিভৃতাবাসে থাকার আদেশ দেওয়া হয়েছে।
EiSamay.Com Anirudha Thapa
অনিরুদ্ধ থাপা, ছবি সৌজন্য - টুইটার


গত বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন অনিরুদ্ধ। এর ঠিক একদিন পরেই ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপ এবং ২০২৩ সালে চিনে আয়োজিত এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচের দ্বিতীয় রাউন্ডে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের কাছে ০-১ গোলে হেরে যায় ভারত।

শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সচিব সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) কুশল দাস বললেন, "হ্যাঁ, অনিরুদ্ধ থাপা পজিটিভ (করোনা ভাইরাসে) হয়েছে।"

জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই ২৩ বছর বয়সি চেন্নাইন এফসির এই ফুটবলারের কোভিড পরীক্ষা করা হবে। ভারতের হয়ে তিনি ২০টার বেশি ম্যাচ খেলেছেন।

বিশ্বকাপের দৌড় থেকে ভারতীয় ফুটবল দল ইতিমধ্যেই ছিটকে গেছে। তবে ২০২৩ সালে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করার জন্য লড়াই করছে।

৬ ম্যাচ থেকে ভারত এখনও পর্যন্ত মাত্র তিন পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। জয়হীন ভারত আপাতত গ্রুপ ই-তে চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে।

ইগর স্টিম্যাকের দলের হাতে এখনও দুটো ম্যাচ বাকি রয়েছে। এই দুটো ম্যাচ জিতে ভারত কিছুটা হলেও সম্মান ফিরিয়ে আনতে চায়। আগামী ৭ জুন বাংলাদেশের বিরুদ্ধে এবং আগামী ১৫ জুন আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল